অষ্টম শ্রেণির এসাইনমেন্ট ২০২২-গণিত-১ম সপ্তাহের উত্তর

আসসালামুআলাইকুম, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই আল্লাহ তা’লার অশেষ রহমতে ভাল আছেন । Educationalblogbd.Com  এ আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা । আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো অষ্টম শ্রেণির এসাইনমেন্ট ২০২২-গণিত-১ম সপ্তাহের উত্তর নিয়ে ।
অষ্টম শ্রেণির এসাইনমেন্ট ২০২২-গণিত-১ম সপ্তাহের উত্তর

 অষ্টম শ্রেণির এসাইনমেন্ট ২০২২-গণিত-১ম সপ্তাহের উত্তর 

অষ্টম শ্রেণির এসাইনমেন্ট ২০২২-গণিত-১ম সপ্তাহের উত্তর


কোভিট১৯ এর কারনে অন্যান্য বছরের মতো ২০২২ সালেও স্কুল কলেজ বন্ধ থাকার কারনে বাংলাদেশ শিক্ষামন্ত্রনালয় থেকে আপনাদের পড়াশোনা ঠিক থাকার জন্য এসাইনমেন্ট প্রকাশ করেছে । আমি আপনাদের সাথে আজ অষ্টম শ্রেণির এসাইনমেন্ট ২০২২-গণিত-১ম সপ্তাহের নির্ভুল উত্তর শেয়ার করব । নিচে এসাইনমেন্ট এর উদ্দীপক দিয়ে তার নিচে নমুনা উত্তরটি আলোচনা করা হয়েছে । আপনারা সেখান থেকে অষ্টম শ্রেণির এসাইনমেন্ট ২০২২-গণিত-১ম সপ্তাহের নির্ভুল উত্তর  লিখে নিতে পারেন ।  




শ্রেণিঃ অষ্টম 
বিষয়ঃ গণিত 
এসাইনমেন্ট নং:-০১ (১ম সপ্তাহ)
এসাইনমেন্টের শিরোনামঃ সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার আন্তঃসম্পর্ক নির্ণয় । 

উদ্দীপকঃ  ফাবিহা স্কুল থেকে উপবৃত্ত্বি বাবদ ৩২০০ টাকা এবং তার ভাই সাকিব বৃত্ত্বি বাবদ কিছু টাকা পেল । তারা উভয়ে ৫% হার মুনাফায় প্রাপ্ত টাকা একই ব্যাংকে ২ বছরের জন্য রেখ জমা রাখলো । 

(ক) একই হার মুনাফায় কত বছরে ফাবিহার টাকা মুনাফা আসলে দেড়গুণ হবে । 
(খ) সাকিবের টাকার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১০ টাকা হলে সে কত টাকা বৃত্ত্বি পেয়েছিল? 
(গ) সাকিব প্রাপ্ত বৃত্ত্বির টাকা দিয়ে একটি ঘড়ি কিনে, কত টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হবে? 

উত্তরঃ 
(ক)
এখানে, 
মুনাফার হার, r=৫% বা ৫/১০০
আসল, P= ৩২০০ টাকা 
মুনাফা-আসল, A= ৩২০০ এর ১১/২
=৩২০০ এর ৩/২
=৪৮০০ টাকা
তাহলে, 

মুনাফা, I=A-P
=(৪৮০০-৩২০০) টাকা 
=১৬০০ টাকা 
সময় n=? 

আমরা জানি, 
সরল মুনাফা, I=Prn
বা, ১৬০০=৩২০০x৫/১০০xn
বা, ১৬০০=১৬০ n
বা, ১৬০n=১৬০০ 
বা, n= ১৬০০/১৬০
সুতরাং n=১০ 
১০ বছরে ফাবিহার টাকা মুনফা-আসলে দেড়গুণ হবে । 

(খ) সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয়ঃ 
ধরি, 
সাকিবের টাকার পরিমাণ=P
মুনাফার হার, r=৫%=৫/১০০
সময় n= ২ বছর 
আমরা জানি, সরল মুনাফা, I=Prn
=P৫/১০০x২
=P১০/১০০
=০.১P
আবার, 
চক্রবৃদ্ধি মূলধন, C= P(১+r)n
=P(১+৫/১০০)২ 
=P(১.০৫)২ 
=P১.০৫x১.০৫ 
=১.১০২৫
শর্তমতে, 
০.১০২৫P-০.১P=১০ 
বা, ০.০০২৫P=১০ 
বা, P=১০/০.০০২৫
বা, P=৪০০০ 
সুতরাং, সাকিব বৃত্তি পেয়েছিল ৪০০০ টাকা 
উত্তরঃ ৪০০০ টাকা । 
(গ) 
খ- হতে প্রাপ্ত, সাকিব বৃত্তি পেয়েছিল=৪০০০ টাকা
তাহলে, ঘড়ির ক্রয়মূল্য হবে= ৪০০০ টাকা 
১৫% লাভে ঘড়ির বিক্রয়মূল্য 
=(১০০+১৫)
=১১৫ টাকা 

১০০ টাকার ঘড়ির বিক্রয় করতে হবে ১১৫ টাকা 
১ টাকার ঘড়ির বিক্রয় করতে হবে =১১৫/১০০ টাকা 
৪০০০ টাকার ঘড়ির বিক্রয় করতে হবে =১১৫৪০০/১০০ টাকা 
=৪৬০০০/১০০ টাকা 
=৪৬০০ টাকা 
সুতরাং সাকিবের ঘড়িটি ৪৬০০ টাকা বিক্রয় করলে ১৫% লাভ হবে । 
উত্তরঃ ৪৬০০ টাকা ।  

শেষ কথাঃ 

আশা করি আপনাদের অষ্টম শ্রেণির এসাইনমেন্ট ২০২২-গণিত-১ম সপ্তাহের উত্তর  দিয়ে উপকার করতে পেরেছি । আমাদের ওয়েবসাইটে ৮ম শ্রেণির এসাইনমেন্টের নির্ভুল উত্তরগুলো পেতে নিয়মিত এই সাইটে প্রবেশ করুন ।  এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ।  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url