অষ্টম শ্রেণির এসাইনমেন্ট ২০২২-গণিত-১ম সপ্তাহের উত্তর

আসসালামুআলাইকুম, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই আল্লাহ তা’লার অশেষ রহমতে ভাল আছেন । Educationalblogbd.Com  এ আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা । আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো অষ্টম শ্রেণির এসাইনমেন্ট ২০২২-গণিত-১ম সপ্তাহের উত্তর নিয়ে ।
অষ্টম শ্রেণির এসাইনমেন্ট ২০২২-গণিত-১ম সপ্তাহের উত্তর

 অষ্টম শ্রেণির এসাইনমেন্ট ২০২২-গণিত-১ম সপ্তাহের উত্তর 

অষ্টম শ্রেণির এসাইনমেন্ট ২০২২-গণিত-১ম সপ্তাহের উত্তর


কোভিট১৯ এর কারনে অন্যান্য বছরের মতো ২০২২ সালেও স্কুল কলেজ বন্ধ থাকার কারনে বাংলাদেশ শিক্ষামন্ত্রনালয় থেকে আপনাদের পড়াশোনা ঠিক থাকার জন্য এসাইনমেন্ট প্রকাশ করেছে । আমি আপনাদের সাথে আজ অষ্টম শ্রেণির এসাইনমেন্ট ২০২২-গণিত-১ম সপ্তাহের নির্ভুল উত্তর শেয়ার করব । নিচে এসাইনমেন্ট এর উদ্দীপক দিয়ে তার নিচে নমুনা উত্তরটি আলোচনা করা হয়েছে । আপনারা সেখান থেকে অষ্টম শ্রেণির এসাইনমেন্ট ২০২২-গণিত-১ম সপ্তাহের নির্ভুল উত্তর  লিখে নিতে পারেন ।  




শ্রেণিঃ অষ্টম 
বিষয়ঃ গণিত 
এসাইনমেন্ট নং:-০১ (১ম সপ্তাহ)
এসাইনমেন্টের শিরোনামঃ সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার আন্তঃসম্পর্ক নির্ণয় । 

উদ্দীপকঃ  ফাবিহা স্কুল থেকে উপবৃত্ত্বি বাবদ ৩২০০ টাকা এবং তার ভাই সাকিব বৃত্ত্বি বাবদ কিছু টাকা পেল । তারা উভয়ে ৫% হার মুনাফায় প্রাপ্ত টাকা একই ব্যাংকে ২ বছরের জন্য রেখ জমা রাখলো । 

(ক) একই হার মুনাফায় কত বছরে ফাবিহার টাকা মুনাফা আসলে দেড়গুণ হবে । 
(খ) সাকিবের টাকার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১০ টাকা হলে সে কত টাকা বৃত্ত্বি পেয়েছিল? 
(গ) সাকিব প্রাপ্ত বৃত্ত্বির টাকা দিয়ে একটি ঘড়ি কিনে, কত টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হবে? 

উত্তরঃ 
(ক)
এখানে, 
মুনাফার হার, r=৫% বা ৫/১০০
আসল, P= ৩২০০ টাকা 
মুনাফা-আসল, A= ৩২০০ এর ১১/২
=৩২০০ এর ৩/২
=৪৮০০ টাকা
তাহলে, 

মুনাফা, I=A-P
=(৪৮০০-৩২০০) টাকা 
=১৬০০ টাকা 
সময় n=? 

আমরা জানি, 
সরল মুনাফা, I=Prn
বা, ১৬০০=৩২০০x৫/১০০xn
বা, ১৬০০=১৬০ n
বা, ১৬০n=১৬০০ 
বা, n= ১৬০০/১৬০
সুতরাং n=১০ 
১০ বছরে ফাবিহার টাকা মুনফা-আসলে দেড়গুণ হবে । 

(খ) সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয়ঃ 
ধরি, 
সাকিবের টাকার পরিমাণ=P
মুনাফার হার, r=৫%=৫/১০০
সময় n= ২ বছর 
আমরা জানি, সরল মুনাফা, I=Prn
=P৫/১০০x২
=P১০/১০০
=০.১P
আবার, 
চক্রবৃদ্ধি মূলধন, C= P(১+r)n
=P(১+৫/১০০)২ 
=P(১.০৫)২ 
=P১.০৫x১.০৫ 
=১.১০২৫
শর্তমতে, 
০.১০২৫P-০.১P=১০ 
বা, ০.০০২৫P=১০ 
বা, P=১০/০.০০২৫
বা, P=৪০০০ 
সুতরাং, সাকিব বৃত্তি পেয়েছিল ৪০০০ টাকা 
উত্তরঃ ৪০০০ টাকা । 
(গ) 
খ- হতে প্রাপ্ত, সাকিব বৃত্তি পেয়েছিল=৪০০০ টাকা
তাহলে, ঘড়ির ক্রয়মূল্য হবে= ৪০০০ টাকা 
১৫% লাভে ঘড়ির বিক্রয়মূল্য 
=(১০০+১৫)
=১১৫ টাকা 

১০০ টাকার ঘড়ির বিক্রয় করতে হবে ১১৫ টাকা 
১ টাকার ঘড়ির বিক্রয় করতে হবে =১১৫/১০০ টাকা 
৪০০০ টাকার ঘড়ির বিক্রয় করতে হবে =১১৫৪০০/১০০ টাকা 
=৪৬০০০/১০০ টাকা 
=৪৬০০ টাকা 
সুতরাং সাকিবের ঘড়িটি ৪৬০০ টাকা বিক্রয় করলে ১৫% লাভ হবে । 
উত্তরঃ ৪৬০০ টাকা ।  

শেষ কথাঃ 

আশা করি আপনাদের অষ্টম শ্রেণির এসাইনমেন্ট ২০২২-গণিত-১ম সপ্তাহের উত্তর  দিয়ে উপকার করতে পেরেছি । আমাদের ওয়েবসাইটে ৮ম শ্রেণির এসাইনমেন্টের নির্ভুল উত্তরগুলো পেতে নিয়মিত এই সাইটে প্রবেশ করুন ।  এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ।