৫ ফুট ২ ইঞ্চি সমান কত মিটার

আসসালামুআলাইকুম প্রিয় পাঠকেরা, আশা করি মহান আল্লাহ তা'লার অশেষ রহমতে সবাই ভাল আছেন । Educationalblogbd.Com এ আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা । আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো ৫ ফুট ২ ইঞ্চি সমান কত মিটার তা নিয়ে । 

আপনারা অনেকেই গুগলে সার্চ করে যাচ্ছেন ৫ ফুট ২ ইঞ্চি সমান কত মিটার । কিন্তু মনের মতো উত্তর পাচ্ছেন না । আজ আমি এই আর্টিকেলে প্রাক্টিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ফুট এবং ইঞ্চি থেকে মিটারে কনভার্ট করবেন । এই একটি আর্টিকেলের মাধ্যমে আপনারা যেকেনো মিটারে কনভার্ট করার প্রশ্ন সমাধান করতে পারবেন । চলুন শুরু করা যাক । 

৫ ফুট ২ ইঞ্চি সমান কত মিটার  

আমরা জানি ১ ফুট সমান ০.৩০৪৮ মিটার । এবং ১ ইঞ্চি সমান ০.০২৫৪ মিটার । 
তাহলে, ৫ফুট × ০.৩০৪৮ + ২ইঞ্চি × ০.০২৫৪ = ১.৫৭৪৮মি.

৫ ফুট ২ ইঞ্চি সমান  ১.৫৭৪৮ মিটার

কিভাবে ফুট এবং ইঞ্চি থেকে মিটার রূপান্তর করবেন

  • ১ ফুট সমান ০.৩০৪৮ মিটার:
  • ১ ফুট = ০.৩০৪৮ মিঃ
  • ১ ইঞ্চি সমান ০.০২৫৪ মিটার:
  • ১ ইঞ্চি = ০.০২৫৪ মিঃ

ফুট দুরুত্ব d কে ০.৩০৪৮ গুণ করে যে ফলাফল পাওয়া যায় এবং ইঞ্চি দুরুত্বd কে ০.০২৫৪ দিয়ে গুণ করে যে ফলাফল পাওয়া যায় এই দুই ফলাফল যোগ করে যে ফলাফল পাওয়া যায় সেটা হবে মিটার দুরুত্বd :

d(মিঃ) = d(ফুঃ) × ০.৩০৪৮ + d(ইঃ) × ০.০২৫৪

উদাহরণ

৫ ফুট ৮ ইঞ্চি কে মিটারে পরিনত কর:

d(মিঃ) = ৫ফুঃ × ০.৩০৪৮ + ৮ইঃ × ০.০২৫৪ = ১.৭২৭২মিঃ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url