(২০০০+ সকল অক্ষর দিয়ে) মুসলিম ছেলেদের ইসলামিক আধুনিক নাম । মুসলিম ছেলেদের আধুনিক নাম । ছেলেদের ইসলামিক নাম অর্থসহ ২০২৩ PDF । Muslime Cheleder Islamic name sompurno ortho soho

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা । আশা করি আপনারা সবাই মহান আল্লাহতা'লার অশেষ রহমতে ভাল আছেন । আজ আমিয়াপনাদের সাথে আলোচনা করবো মুসলিম ছেলেদের ইসলামিক আধুনিক নাম । ছেলেদের ইসলামিক নাম অর্থসহ এই বিষয় নিয়ে। 

মুসলিম ছেলেদের ইসলামিক আধুনিক নাম । ছেলেদের ইসলামিক নাম অর্থসহ ২০২৩ PDF । Muslime Cheleder Islamic name sompurno ortho soho

মুসলিম পরিবারে একটি শিশু জন্মগ্রহণ করার পর সকলেই চিন্তায় পরে যান, যে কি রাখবো আমার বাবুর নাম । অনেকেই তারাহুরা করতে গিয়ে অনেক সময় ভুল নামও রেখে ফেলেন । কিন্তু আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন আপনার সোনামণির জন্য অবশ্যই একটি অর্থবহ ইসলামিক নাম রাখা উচিত। একজন মুসলিমের ইসলামিক নামের সাথে অনেক কিছু নির্ভরকরে। আজকের এই অর্টিকেলের মাধ্যমে আমি আপনার সামনে ২০০০+ এর অধিক মুসলিম ছেলেদের ইসলামিক আধুনিক নামছেলেদের ইসলামিক আধুনিক নাম অর্থসহ আলোচনা করবো । 
(২০০০+ সকল অক্ষর দিয়ে) মুসলিম ছেলেদের ইসলামিক আধুনিক নাম । ছেলেদের ইসলামিক নাম অর্থসহ ২০২৩ PDF । Muslime Cheleder Islamic name sompurno ortho soho

ইসলামে শিশুর নামকরনের গুরুত্বঃ


পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকে সম্বোধন করে ডাকার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয়, তাই ইসম বা নাম। অন্যভাবেও বলা যায়, কোনো মানুষকে অপরাপর মানুষ থেকে পার্থক্য করার জন্য যে বিশেষ শব্দের মাধ্যমে ডাকা হয়, তাই নাম।


আর এই নাম রাখার ব্যাপারে ইসলামে অত্যধিক গুরুত্বারোপ করা হয়েছে। প্রতিটি মানুষের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে তার নাম, উপনাম কিংবা উপাধি। নাম রাখার ব্যাপারে হজরত রাসূল (সা.) শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ দিয়েছেন।(তিরমিজি )

সুন্দর নাম রাখার তাগিদ দিয়ে রাসূল (সা.) ইরশাদ করেছেন, কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও পিতার নামে ডাকা হবে। সুতরাং তোমরা সুন্দর নাম রাখো। (আবু দাউদ)

ইসলামে নামের গুরুত্ব সম্পর্কে নিন্মোক্ত বিষয়গুলো প্রণিধানযোগ্য। যেমন-

 ১.  আল্লাহর নির্দেশ : নাম রাখার গুরুত্ব সম্পর্কেও ইসলামে রয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা। পবিত্র কোরআনে আল্লাহ তা'য়ালা বলেন, `হে জাকারিয়া, আমি (আল্লাহ) তোমাকে একপুত্রের সুসংবাদ দিচ্ছি। তার নাম হবে ইয়াহইয়া। এই নামে এর আগে আমি কারও নামকরণ করিনি। [সূরা মারিয়াম, আয়াত : ৭ (দ্বিতীয় পর্ব)]

 ২.  সুন্দর ও অর্থবোধক নাম রাখা : সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে হজরত রাসূল (সা.) গুরুত্বারোপ করেছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সুন্দর ও অর্থবোধক নাম রাখা মাতা-পিতা ও অভিভাবকের ওপর অপরিহার্য কর্তব্য। আল্লাহ তা'য়ালার গুণবাচক নামের সঙ্গে সংযুক্ত করে এবং তার প্রিয় বান্দাদের নামে নামকরণ করা উত্তম।

৩. ইসলামের বিধান : নাম রাখা ইসলামের অন্যতম বিধান। তবে কাফের মুশরিক এবং কুখ্যাত পাপীদের নামানুসারে নাম রাখা হারাম। যেসব সাহাবীর কুৎসিত ও আপত্তিকর নাম ছিল, হজরত রাসূলে কারীম (সা.) তা পরিবর্তন করে পুনরায় সুন্দর ও যথার্থ অর্থবোধক নাম রেখে দিয়েছিলেন।

৪. নবীদের নামে নাম রাখার প্রতি উৎসাহ : হজরত রাসূলে কারীম (সা.)-এর উপাধি ও উপনাম সর্বব্যাপারে পরিব্যাপ্ত ছিল। কেননা সব ধরনের নামই ব্যক্তি বা বস্তুর ওপরে এমনকি চরিত্রের ওপরও ব্যাপক প্রভাব বিস্তার করে। শব্দের প্রভাব রয়েছে বলেই গালিগালাজ বা কটুশব্দ অপরকে উত্তেজিত করে থাকে।

৫. পরিচয়ের মাধ্যম : নাম মানুষের পরিচয়ের মাধ্যম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল, বর্তমান মুসলিম সমাজ ইসলামের দৃষ্টিতে নাম রাখার এ মহান গুরুত্ব পরিহার করে দিন দিন উদাসীনতার দিকে ছুটছে।

ইহুদি, খিস্টান, হিন্দু ও বৌদ্ধদের নামে মুসলমানগণ নিজেদের সন্তান-সন্ততির নামকরণ করছে। নাম শুনে বুঝা যায় না, মানুষটি মুসলিম কি না। আবার অনেক সময় দেখা যায়, মূল নাম আরবি ও অত্যন্ত সুন্দর হলেও পিতা-মাতা তথা অভিভাবকগণ ডাক নাম এমন শব্দের রেখেছেন, যা অনেক ক্ষেত্রে অর্থহীন এবং বিজাতীয় সংস্কৃতির অনুসরণ প্রমাণ করছে। যেমন- জর্জ, মাইকেল, জ্যাকার, ডলি, মলি, রতন, বিদ্যুৎ, বিউটি, বল্টু, মন্টু, নান্টু, পিন্টুব, রঞ্জন, রবি, শশী ইত্যাদি।

নাম হল একজন  মানুষের পরিচয়ের অন্যতম মাধ্যম। সে জন্য সুন্দর ও অর্থবোধক নাম রাখা প্রত্যেক পিতা-মাতা কিংবা অভিভাবকগণের ওপর গুরুতর দায়িত্ব এবং কর্তব্য। তাই আসুন, সন্তানের জন্য অর্থহীন কিংবা বিজাতীয় সংস্কৃতির অনুসরণ না করে সুন্দর ও অর্থবহ নাম রাখি।

'আ' দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ । ছেলেদের ইসলামিক নাম অর্থসহ PDF 

  • আবদুল্লাহ→আল্লাহর দাস
  • আহরার→আজাদী প্রাপ্তদান
  • আহনাফ→ধর্মবিশ্বাসে অতিখাঁটি
  • আবীর→সুগন্ধি

  • আফীফ→সৎপুন্যবান

  • আবরার→ধার্মিক

  • আবিদ→এবাদতকারী

  • আখলাক→চারিত্রিক

  • আহনাফ আবিদ→ধর্মবিশ্বাসী ইবাদতকারী

  • আহনাফ আবরার→অতিপ্রশংসনীয় ন্যায়বান

  • আহনাফ আদিল→ধর্মবিশ্বাসী ন্যায়পরায়ন

  • আহনাফ আহমাদ→ধার্মিক অতি প্রশংসনীয়

  • আহনাফ আকিফ→ধর্মবিশ্বাসী উপাসক

  • আহনাফ আমের→ধর্মবিশ্বাসী শাসক

  • আহনাফ আনসার→ধর্মবিশ্বাসী সাহায্যকারী

  • আহনাফ আতেফ→ধর্মবিশ্বাসী দয়ালু

  • আহনাফ হাবিব→ধর্মবিশ্বাসী বন্ধু

  • আহনাফ হামিদ→ধর্মবিশ্বাসী প্রশংসাকারী

  • আহনাফ হাসান→ধর্মবিশ্বাসী উত্তম

  • আহনাফ মনসুর→ধর্মবিশ্বাসী প্রত্যয়নকারী

  • আহনাফ মোহসেন→ধর্মবিশ্বাসী উপকারী

  • আহনাফ মোসাদ্দেক→ধর্মবিশ্বাসী প্রত্যয়নকারী

  • আহনাফ মুইয→ধর্মবিশ্বাসী সম্মানিত

  • আহনাফ মুজাহিদ→ধর্মবিশ্বাসী ধর্মযোদ্ধা

  • আহনাফ মুরশেদ→ধর্মবিশ্বাসী পথপ্রদর্শক

  • আহনাফ মুত্তাকী→ধর্মবিশ্বাসী ধর্মযোদ্ধা

  • আহনাফ শাকিল→ধর্মবিশ্বাসী সুপুরুষ

  • আহনাফ শাহরিয়ার→ধর্মবিশ্বাসী রাজা

  • আহনাফ তাহমিদ→ধর্মবিশ্বাসী প্রতিনিয়ত আল্লাহর প্রশংসাকারী

  • আহনাফ তাজওয়ার→ধর্মবিশ্বাসী রাজা

  • আহনাফ ওয়াদুদ→ধর্মবিশ্বাসী বন্ধু

  • আরহাম→জ্ঞানী

  • আবদুল আলি→মহানের গোলাম

  • আবদুল আলিম→মহাজ্ঞানীর গোলাম

  • আবদুল আযীম→মহাশ্রেষ্ঠের গোলাম

  • আবদুল আযীয→মহাশ্রেষ্ঠের গোলাম

  • আশা→সুখী জীবন

  • আশিকুল ইসলাম→ইসলামের বন্ধু

  • আবাদ→অনন্ত কাল
  • আব্বাস→সিংহ

  • আবদুল বারী→সৃষ্টিকর্তার গোলাম

  • আয়মান আওসাফ→নির্ভীক গুনাবলী

  • আইউব→একজন নবীর নাম

  • আজম→শ্রেষ্ঠতম

  • আযহার→সুস্পষ্ট

  • আজীমুদ্দীন→দ্বীনের মুকুট
  • আখলাক = চারিত্রিক গুণাবলী
  • আখলাক = চারিত্রিক গুনাবলী
  • আখিয়ার = সুন্দর মানব
  • আগলাব = রাত কানা
  • আছরা মাহমুদ = সম্পদশালী প্রশংসিত
  •  আছরী = সম্পদশালী
  • আজ’জম = মধ্যবর্তী স্থান
  •  আজওয়াদ = অতিউত্তম
  • আজওয়াদ আবরার = অতি উত্তম ন্যায়বান
  • আজওয়াদ আহবাব = অতি উত্তম বন্ধু
  • আজফার = অতুলনীয় সুগন্ধী
  • আজফার = অধিক বিজয়
  • আজফার = বিজয়
  • আজফার = সিংহ
  • আজবাল = পাহাড়
  • আজবাল = পাহাড়সমূহ
  • আজম = শ্রেষ্ঠতম
  • আজম = সবচেয়ে সম্মানিত
  • আজমল = অতি সুন্দর
  • আজমল = নিখুর্ত সুন্দর
  • আজমল আওসাফ = নিখুঁত গুনাবলী
  • আজমল আফসার = নিখুঁত দৃষ্টি
  • আজমল ফুয়াদ = অতি সৌন্দর্যময় অন্তর
  • আজমল ফুয়াদ = নিখুঁত অন্তর
  • আজমাইন = পরিপূর্ণ
  • আজমাইন = সম্পূর্ণ
  • আজমাইন আদিল = সম্পূর্ন ন্যায়পরায়ন
  • আজমাইন ইকতিদার = পূর্নক্ষমতা
  • আজমাইন ইনকিয়াদ = পূর্নবাধ্যতা
  • আজমাইন ইনকিশাফ = পূর্নসূর্য গ্রহন
  • আজমাইন ফায়েক = সম্পূর্ন উত্তম
  • আজমাইন মাহতাব = পূর্নচাঁদ
  • আজমাল = অতি সুন্দর
  • আজমাল = অতি সুন্দর
  • আজমাল = অতি সুন্দর
  • আজমাল = নিখুঁত
  • আজমাল আহমাদ = নিখুঁত অতি প্রশংসনীয়
  • আজরফ = সুচতুর
  • আজরফ = সুচতুর অতি বুদ্ধিমান
  • আজরফ আমের = অতিবুদ্ধি মানশাসক
  • আজরাফ = অতি বুদ্ধিমান
  • আজরাফ ফাহীম = সুচতুর বুদ্ধিমান
  • আজহার = অত্যন্ত স্বচ্ছ
  • আজহার = প্রকাশ্য
  • আজহার = সর্বোত্তম
  • আজাহার উদ্দিন = ধর্মের ফুলসমূহ
  • আজিজ = ক্ষমতাবান

  • অলি আহমদ = কৃতজ্ঞ বন্ধু
  • অলি আহাদ = একক বন্ধু

  • আলী = বন্ধু অভিভাবক

  • আলী উল্লাহ = আল্লাহর বন্ধু

  • আওয়ান = শক্তিশালী বিজয়ী

  • আশা = সেরা

  • চাকরি = একজন নবীর নাম

  • চাকরি = একজন বিখ্যাত নবীর নাম

  • ঈদ = কল্যাণ

  • আইনুদ্দিন = ধর্মের আলো

  • আইনুল হাসান = সুন্দর ইঙ্গিতদাতা

  • আয়মান = দক্ষিণী সৌভাগ্যের মান

  • আউয়াল = প্রথম

  • আউয়াল = প্রথম

  • আউলিয়া = আল্লাহর বন্ধু

  • শব্দ = ভাগ্য

  • আওয়াদ = ভাগ্যসিংহ

  • আওয়াইস = বিখ্যাত সাহাবীর নাম

  • আওলিয়া = মহাপুরুষ

  • আওসাফ = গুণাবলী

  • আওসাফ = গুণাবলী

  • আকতাব = দিকপাল মেরু

  • আকতাব = নেতা

  • আকদাস = অতি পবিত্র

  • আকদাস = অত্যন্ত পবিত্র

  • আকবর = মহান

  • আকবর আওসাফ = মহান গুণাবলী

  • আকবর আলী = বড় সুন্দর

  • আকবর ফিদা = মহান ত্যাগ

  • আকবর = উদার

  • আকবর = শ্রেষ্ঠ

  • আকমল = ত্রুটিহীন

  • আকমার = খুব উজ্জ্বল

  • আকমার = খুব উজ্জ্বল

  • আকমার আকতাব = যোগ্য নেতা

  • আকমার আজমল = খুব উজ্জ্বল খুব সুন্দর

  • আকমার আনজুম = খুব উজ্জ্বল নক্ষত্র

  • আকমার আবসার = খুব উজ্জ্বল দৃষ্টি

  • আকমার আমের = অত্যন্ত উদার শাসক

  • ​​আকমার আহমার = খুব উজ্জ্বল লাল

  • ​​আকমল = পূর্ণ

  • ​​আকমল = পূর্ণ

  • আকরাম = খুব উদার

  • আকরাম = অত্যন্ত উদার

  • আকরাম = অত্যন্ত উদার

  • আকরাম = দয়ালু

  • আকরাম আনোয়ার = অত্যন্ত উজ্জ্বল গুণাবলী

  • আকিফ = উপাসক

  • আকিফ = উপাসক

  • আকিব = অনুসারী

  • আকিব = সর্বশেষ আগমন

  • আকিল উদ্দিন = ধর্মের জ্ঞানী ব্যক্তি

  • বিশ্বাস = চুক্তি

  • আকিল = জ্ঞানী এবং বিচক্ষণ

  • আকিল = চতুরভাবে বুদ্ধিমান

  • আকিল = বিচক্ষণ ঋষি

  • আখিয়ার = ক্যারিশম্যাটিক মানুষ

  • আখজার আবরেশাম= সবুজ রেশম

  • আখতাব = পাতুবাগী

  • আখতাব = বক্তৃতায় বিশেষজ্ঞ

  • আখতাব = সুবক্তা

  • আখতার = তারকা

  • আখতার = তারা

  • আকতার নেহাল = সবুজ চরগাছা

  • আখদার = সবুজ

  • আখফাশ = একজন জ্ঞানী ব্যক্তি

  • আখফাশ = আত্তিবকা, মধ্যযুগের বিখ্যাত বৈরাক কার্নিকার ভাষা

  • আখজার = সবুজ রং

  • আখিয়ার = সুন্দর মানুষ

  • আগলাব = রাতকানা

  • আসরা মাহমুদ = ধনী প্রশংসিত

  • আশরী = ধনী

  • আজওয়াদ = চমৎকার

  • আজওয়াদ আহবাব = খুব ভালো বন্ধু

  • আজফার = অতুলনীয় সুগন্ধি

  • আজফার = আরো বিজয়

  • আজফার = বিজয়

  • আজফার = সিংহ

  • আজবাল = পাহাড়

  • আজবল = পাহাড়

  • আজম = শ্রেষ্ঠ

  • আজম = সবচেয়ে সম্মানিত

  • আজমল = খুব সুন্দর

  • আজমল = একেবারে সুন্দর

  • আজমল আওসাফ = নিখুঁত গুণাবলী

  • আজমল আফসার = নিখুঁত দৃষ্টি

  • আজমল ফুয়াদ = খুব সুন্দর হৃদয়

  • আজরফ = চালাক, খুব বুদ্ধিমান

  • আজরাফ আমের = অতি-মনের মানসিক

  • আজরাফ = খুব বুদ্ধিমান

  • আজরফ ফাহিম = চতুর এবং বুদ্ধিমান

  • আজহার = অত্যন্ত স্বচ্ছ

  • আজহার = সর্বজনীন

  • আজহার = সেরা

  • আজহার উদ্দিন = ধর্মের ফুল

  • আজিজ = শক্তিশালী

  • আজিজ = ক্ষমতা

  • আজিজ = শক্তিশালী

  • আজিজুর রহমান = করুণাময়ের উদ্দেশ্য

  • আজিজুল হক = স্রষ্টার প্রিয়

  • আজিম = মহান

  • আজিজ আহমেদ = প্রশংসিত নেতা আজিজুল হক = প্রকৃত প্রিয়

  • আজিজুল ইসলাম = ইসলামের কল্যাণ

  • অদ্ভুত = আশ্চর্যজনক

  • আজিমুদ্দিন = ধর্মের মুকুট

  • আনজাম = কর্মক্ষমতা

  • আনজুম = সেতারা তারা

  • আতিয়াব = সবচেয়ে সুগন্ধি

  • আতকিয়া = পুণ্যময়

  • আত্যাব = সুগন্ধি
  • আতহার = অতি পবিত্র
  • আতহার আনোয়ার = অত্যন্ত পবিত্র জ্যোতির্মালা

  • আতহার আলী = অতি উন্নত পবিত্র

  • আতহার আশহাব = অত্যন্ত প্রশংসনীয় নায়ক

  • আতহার ইশতিয়াক = অত্যন্ত পবিত্র স্নেহ

  • আতহার ইশতিয়াক = অত্যন্ত পবিত্র স্নেহ

  • আতহার ইশতিয়াক = পরম পবিত্র ইচ্ছা।

  • আতহার ইশরাক = অত্যন্ত পবিত্র সকাল

  • আতহার ইশরাক = অত্যন্ত পবিত্র সকাল

  • আতহার ইহসাস = অত্যন্ত পবিত্র অনুভূতি

  • আতহার জামাল = পরম পবিত্র সৌন্দর্য

  • আতহার নূর = অতি পবিত্র আলো

  • আতহার ফিদা = অত্যন্ত পবিত্র জ্যোতির্মালা

  • আতহার মাসুম = পরম পবিত্র নির্দোষ
  • আতহার মোবারক = অতি পবিত্র উত্তম
  • আতহার মেসবাহ = সবচেয়ে পবিত্র প্রদীপ

  • আতহার শাহাদ = অতি পবিত্র মধু

  • আতহার শিহাব = অতি পবিত্র আলো

  • আতহার সিপার = অত্যন্ত পবিত্র বর্ম

  • আতা = দান

  • আতাউর রহমান = করুণাময় সাহায্য

  • আতাউল্লাহ = ঈশ্বর প্রদত্ত

  • আতাহার = অতি পবিত্র

  • আতিক = যোগ্য ব্যক্তি

  • আতিক আকবর = সম্মানিত মহান

  • আতিক আদিল = মাননীয় বিচারপতি

  • আতিক আনসার = সম্মানিত সাহায্যকারী

  • আতিক আবরার = মাননীয় বিচারপতি

  • আতিক আমের = সম্মানিত শাসক
  • ইকবাল = উন্নতি
  • ইকরিমাহ্ = একজন সাহাবীর নাম
  • ইজতিহাদ = প্রয়োজন
  • ইজলাল = সম্মান
  • ইততেয়াজ = প্রয়োজন
  • ইতমাম = পরিপূর্ণতা
  • ইত্তসাফ = প্রশংসা যোগ্যতা
  • ইত্তহাদ = মিলন বন্ধুত্ব
  • ইদ্রীস = একজন নবীর নাম
  • ইদ্রীস = শিক্ষায় ব্যস্ত ব্যক্তি
  • ইনকিয়াদ = বাধ্যতা
  • ইনকিসাফি = সূর্যগ্রহণ
  • ইনতিসার = বিজয়
  • ইফতিখার = প্রমাণিত
  • ইফতিহার = গৌরবান্বিত বোধ করা
  • ইবতিদা = আবিষ্কার
  • ইব্রাহীম = একজন নবীর নাম
  • ইমতিয়াজ = পরিচিতি
  • ইমতিয়াজ = ভিন্ন
  • ইমতিয়াজ = সুখ্যাতি
  • ইমরান = অর্জন
  • ইমাদ = খুঁটি
  • ইমাদ = সুদৃঢ়স্তম্ভ
  • ইয়ামীন = শপথ
  • ইয়াসার = সম্পদ
  • ইয়াসীর = ধনী
  • ইয়াাকীন = বিশ্বাস
  • ইরতিজা = আশা
  • ইরফান = জ্ঞান বিজ্ঞান
  • ইলতিমাস = প্রার্থনা
  • ইলহাম = অনুপ্রেরণা
  • ইলিয়াছ = একজন নবীর নাম
  • ইশতিয়াক = আচ্ছা
  • ইশমাম = সুগন্ধদান কারী
  • ইশরাক = প্রভাত
  • ইসতাবরাক = সবুজরেশম
  • ইসবাত = নিষ্ঠা
  • ইহসান = উপকারকরা
  • ইহসান = দয়াঅনুগ্রহ
  • ইহসান = পরোপকার
  • ইহসান = শক্তিশালী
  • ইহসাস = অনুভূতি
  • ইহান = পূর্ণচাঁদ
  • 'উ' দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ । ছেলেদের ইসলামিক নাম অর্থসহ PDF 

    • উমাইর = বুদ্ধিমান
    • উমার = দীর্ঘায়ু
    • উসামা = বাঘ
    • উসামা = সিংহ
    • উসামা = সিংহ

    'এ' দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ । ছেলেদের ইসলামিক নাম অর্থসহ PDF 

    • এনায়েত = অনুগ্রহ
    • এরফান = প্রজ্ঞা
    • এরশাদ = ব্যক্তি
    • এরশাদুল হক = প্রকৃত পথ প্রদর্শক

    'ও' দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ । ছেলেদের ইসলামিক নাম অর্থসহ PDF 

    • ওয়াকার = মর্যাদা
    • ওয়াকার = সম্মান
    • ওয়াজীহ = সুন্দর
    • ওয়াদুদ = বন্ধু
    • ওয়ালীদ = শিশু
    • ওয়াসী = উন্মুক্ত প্রশস্ত
    • ওয়াসীফ = গুণ বর্ণনা কারী
    • ওয়াসীম = সুন্দরগঠন
    • ওয়াসেক = অটল বিশ্বাস
    • ওয়াহাব = দান
    • ওয়াহাব = মহাদানশীল
    • ওয়াহীদ = অদ্বিতীয়
    • ওয়াহীদ = অদ্বিতীয়
    • ওয়াহেদ = এক

    'ক' দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ । ছেলেদের ইসলামিক নাম অর্থসহ PDF 

    • কফিল = জামিন
    • কফিল = জামিন দেওয়া
    • করিম = দয়ালু
    • করিম = দানশীল সম্মানিত
    • কাওকাব = নক্ষত্র
    • কাজি = বিচারক
    • কাদের = সক্ষম
    • কামরান = নিরাপদ
    • কামার = চাঁদ
    • কামাল = পরিপূর্ণতা
    • কামাল = পূর্ণতা
    • কামাল = যোগ্যতা সম্পূর্ণতা
    • কায়সার = রাজা
    • কারিব = নিকট
    • কাশফ = উন্মুক্তকরা
    • কাসসাম = বন্টনকারী
    • কাসিফ = আবিষ্কারক
    • কাসিম = অংশ
    • কাসিম = আকর্ষণীয়
    • কাসিম = বণ্টনকারী
    • কিফায়েত = যথেষ্ট
    • কুরবান = ত্যাগ

    'খ' দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ । ছেলেদের ইসলামিক নাম অর্থসহ PDF 


    • খালেদ = চিরস্থায়ী
    • খতিব = বক্তা
    • খফীফ = হালকা
    • খলীল = বন্ধু
    • খাত্তাব = -সুবক্তা
    • খালিদ = অটল
    • খালিস = বিশুদ্ধ
    • খুবাইব = দীপ্ত
    • খুররাম = সুখী

    'গ' দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ । ছেলেদের ইসলামিক নাম অর্থসহ PDF 


    • গওহর = মুক্ত
    • গজনফর = সিংহ
    • গণী = ধনী
    • গফুর = ক্ষমাশীল
    • গফুর = মহাদয়ালূ
    • গাজি = সৈনিক
    • গানেম = গাজীবিজয়ী
    • গাফফার = অতি ক্ষমাশীল
    • গালিব =বিজয়ী
    • গালিব = বিজয়ী
    • গালিব = বিজেতা
    • গিয়াস = সাহায্য
    • গিয়াস = সাহায্য
    • গুলজার = বাগান
    • গোফরান”ক্ষমা
    • গোফরান = ক্ষমাশীল
    • গোলাম কাদের = কাদেরের দাস ইত্যাদ

    'ছ' দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ । ছেলেদের ইসলামিক নাম অর্থসহ PDF চ

    • ছাওবান = দুটো কাপড়/সাহাবীর নাম
    • ছাওয়াবুল্লাহ = আল্লাহর প্রতিদান
    • ছাকীফ = দক্ষ/সপ্রতিভ/সাহাবীর নাম
    • ছাকীল = ভার
    • ছাকেব = তীক্ষ্নদৃষ্টি/অন্তদৃষ্টি
    • ছানা = প্রশংসা
    • ছানাউল বারী = মহান প্রভুর প্রশংসা
    • ছানাউল্লাহ = আল্লাহর প্রশংসা
    • ছানি = দ্বিতীয়
    • ছানী সায়িদ = দ্বিতীয় সদার / ডেপুটি
    • ছাবেত = স্থির/প্রতিষ্ঠিত/সাহবীর নাম
    • ছামন = মূল্যবান
    • ছামনিুদ্দীন = মূল্যবান ধর্ম
    • ছামীন ইয়াসার = মূল্যবান সম্পদ
    • ছামের = ফলপ্রসু/ ফরপ্রদ
    • ছালাবা = একজন সাহবীর নাম
    • ছালিছ = মীমাংসাকারী/তৃতীয়
    • ছুমামা = এক ধরনের ঘাস

    'জ' দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ । ছেলেদের ইসলামিক নাম অর্থসহ PDF 

    • জওয়াদ = দানশীল/দাতা
    • জলীল = মহান
    • জসীম = শক্তিশালী
    • জহুর = প্রকাশ
    • জাওয়াদ = দানশীল
    • জাকী = তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন
    • জাজাল = মহিমা
    • জাফর = প্রবাহ
    • জাফর = বড় নদী
    • জাফর = বিজয়
    • জাফির = সফল
    • জাবী = হরিণ
    • জাবেদ = উজ্জ্বল
    • জাব্বার = মহা শক্তিশালী
    • জামাল = সৌন্দর্য
    • জামাল = সৌন্দর্য
    • জামিল = সুন্দর
    • জারিফ = বুদ্ধিমান
    • জারিফ = বুদ্ধিমান
    • জালাল = মহিমা
    • জাহিদ = সন্নাসী
    • জাহিন = বিচক্ষণ
    • জাহির = সুস্পষ্ট
    • জাহীদ = সন্ন্যাসী
    • জুনায়িদ = যুদ্ধা
    • জুহায়র = উজ্জ্বল

    'ফ' দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ । ছেলেদের ইসলামিক নাম অর্থসহ PDF 

    55
    • ফকিহ = জ্ঞানী
    • ফজল = অনুগ্রহ
    • ফয়সাল = মজবুত
    • ফয়সাল = বিচারক
    • ফয়েজ = সম্পদ স্বাধীনতা
    • ফরিদ = অনুপম
    • ফরিদ = আলাদা
    • ফসীহ = বিশুদ্ধ ভাষী
    • ফহেত = বিজয়ী
    • ফাইয়ায = অনুগ্রহকারি
    • ফাইয়াজ = দাতাদয়ালু
    • ফাকীদ = অতুলনীয়
    • ফাতিন = উৎসর্গ
    • ফাতিন = সুন্দর
    • ফায়জান = শাসক
    • ফায়সাল = বিচারক
    • ফায়েক = উত্তম
    • ফারহান = প্রফুল্ল
    • ফারুক = মিথ্যা থেকে সত্যকে আলাদাকারী
    • ফালাহ = সফল
    • ফালাহ্ = সাফল্য
    • ফাহাদ = সিংহ
    • ফাহিম = বুদ্ধিমান
    • ফুয়াদ = অন্তর
    • ফুয়াদ = অন্দর

    'ব' দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ । ছেলেদের ইসলামিক নাম অর্থসহ PDF 

    • বখতিয়ার = সৌভাগ্যবান
    • বজলু = অনুগ্রহ
    • বদর = পূর্ণিমার চাঁদ
    • বরকত = বৃদ্ধি
    • বরকত = সৌভাগ্য
    • বশীর = সৃসংবাদ বহনকারী
    • বাকির = পছন্দনীয়
    • বাকী = চিরস্থায়ী
    • বাকের = বিদ্বান
    • বাবুর = সিংহ
    • বাশার = সুখবর আনয়নকারী
    • বাসিত = স্বচ্ছলতা দানকারী
    • বাসিম = সুখী
    • বাসিল = সাহসী
    • বাসীম = হাস্যোজ্জ্বল
    • বিলাল = একজন সাহাবীরা এর নাম
    • বোরহান = প্রমাণ

    'ম' দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ । ছেলেদের ইসলামিক নাম অর্থসহ PDF 

    • মাইমূন = সৌভাগ্যবান
    • মাকবুল = জনপ্রিয়
    • মাকহুল = সুরমাচোখ
    • মাকিল = বুদ্ধিমান
    • মাদীহ = প্রশংসাকারী
    • মাদের = প্রিয়
    • মানসূর = বিজয়ী
    • মামদুহ = প্রশংসিত
    • মামুন = সুরক্ষিত
    • মারমার = মার্বেলপাথর
    • মারুফ = গ্রহণীয়
    • মাশুক = ভালবাসার পাত্র
    • মাসরুপ = আনন্দিত
    • মাসরুর = সুখী
    • মাসুদ = সাক্ষী
    • মাসুদ = সৌভাগ্যবান
    • মাসুম = নিষপাপ
    • মাসুম = নিষ্পাপ
    • মাহতাব = চাঁদ
    • মাহদিসঠিক = পথপ্রাপ্ত
    • মাহফুজ = নিরাপদ
    • মাহফুজ = সুপক্ষিত
    • মাহবুব = প্রিয়
    • মাহবুব = বন্ধুপ্রিয়
    • মাহাদ = মৃত্যু
    • মাহীর = দক্ষ
    • মাহের = দক্ষ
    • মিনহাজ = রাস্তা
    • মিফতা = চাবি
    • মিসবাহ্ = আলো
    • মুইন = সাহায্যকারী
    • মুকাত্তার = পরিশোধিত
    • মুকাররাম = সম্মানীত
    • মুকাসীর = ভদ্র
    • মুখখার = মহিমান্বিত
    • মুজতাবা = মনোনীত
    • মুজাক্কির = স্মরণ
    • মুজাফ্ফার = জয়দীপ্ত
    • মুজাফ্ফার = বিজেতা
    • মুজাম্মিল = জড়ানো
    • মুজাহিদ = ধর্মযোদ্ধা
    • মুজিদ = লেখক
    • মুজিব = কবুলকারী
    • মুতসাভী = সমান
    • মুতাম্মীল = প্রশংসিত
    • মুতারাজ্জী = আনন্দদায়ক
    • মুতারাসসীদ = লক্ষ্যকারী
    • মুতাহাম্মীদ = ধৈর্যশীল
    • মুত্তকী = সংযমশীল
    • মুনওয়ার = দীপ্তিমান
    • মুনতাজির = অপেক্ষমান
    • মুনীফ = বিখ্যাত
    • মুনে ম = দয়ালু
    • মুবতাসিম = হাস্যকরুন
    • মুবারক = ভাগ্যবান
    • মুবারক = শুভ
    • মুবাররাত = ধার্মিক
    • মুবারাক = শুভ
    • মুবাশশির = সৃসংবাদ আনয়ন কারী
    • মুমিন = বিশ্বাসী
    • মুয়ীয = সম্মানিত
    • মুরতাহ = সুখী/আরাম আয়েশী
    • মুরাদ = আকাঙ্খা
    • মুরাদ্দীদ = চিন্তাশীল
    • মুরীর = দিপ্তীমান
    • মুশতাক = আগ্রহী
    • মুশফিক = দয়ালু
    • মুশফিক = বন্ধু
    • মুসতাকিম = সঠিক
    • মুস্তফা = মনোনীত
    • মুস্তাকিম = সোজাপথ
    • মুস্তাফিজ = উপকৃত
    • মুহতসিম = মহান ক্ষমতা বান
    • মুহীব = প্রেমিক
    • মেসবাহ = প্রদীপ
    • মোয়াজ্জেম = মর্যাদা সম্পন্ন
    • মোয়াম্মার = সম্মানিত
    • মোরশেদ = পথপ্রদর্শক
    • মোসলেহ = সংস্কারক
    • মোসাদ্দেক = প্রত্যয়নকারী
    • মোহসেন = উপকারী
  • যাররাফ = দ্রতগামী
  • যিয়াদ = খুবভালো

  • 'র' দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ । ছেলেদের ইসলামিক নাম অর্থসহ PDF 

    • রাশিদআরিফ = সঠিক পথে পরিচালিত জ্ঞানী
    • রাশিদআসেফ = সঠিক পথে পরিচালিত যোগ্য ব্যক্তি
    • রাশিদআহবাব = সঠিক পথে পরিচালিত বন্ধু
    • রাশিদতকী = সঠিক পথে পরিচালিত ধার্মিক
    • রাশিদতাজওয়ার = সঠিক পথে পরিচালিত রাজা
    • রাশিদতালিব = সঠিক পথে পরিচালিত অনুসন্ধানকারি
    • রাশিদমুজাহিদ = সঠিক পথে পরিচালিত ধর্মযোদ্ধা
    • রাশিদমুতারাদ্দীদ = সঠিক পথে পরিচালিত চিন্তাশীল
    • রাশিদমুতারাসসীদ = সঠিক পথে পরিচালিত লক্ষ্যকারী
    • রাশিদমুতাহাম্মিল = সঠিক পথে পরিচালিত ধৈর্যশীল
    • রাশিদমুবাররাত = সঠিক পথে পরিচালিত ধার্মিক
    • রাশিদলুকমান = সঠিক পথে পরিচালিত জ্ঞানী ব্যক্তি
    • রাশিদশাবাব = সঠিক পথে পরিচালিত জীবনের শ্রেষ্ঠ
    • রাশিদশাহরিয়ার = সঠিক পথে পরিচালিত রাজা
    • রাশীক = নাজুক সুন্দর
    • রাশীদ = সরল শুভ
    • রাশীদনাইব = সঠিক পথে পরিচালিত প্রতিনিধি
    • রাহমাত = দয়া
    • রাহমান = করুণাময়
    • রাহমান = দয়ালু
    • রাহাত = সুখ
    • রাহাত = স্বাচ্ছন্দ্য
    • রাহিম = দয়ালু
    • রাহীম = দয়ালু
    • রিজওয়ান = জান্নাতী দূত
    • রিজওয়ান = সন্তুষ্টি
    • রিয়াদ = বাগান
    • রিহান = রাজা
    • রুকুনদ্দীন = দ্বীনের স্ফলিঙ্গ
    • রুমেল = পালকের মত
    • রঈসুদ্দীন = দ্বীনের সাহায্য কারী
    • রওনাক = সৌন্দর্য
    • রজনী = রাত
    • রফি উদ্দীন = দ্বীনের সুগন্ধী ফুল
    • রফিক = বন্ধু
    • রফিকুল ইসলাম = ইসলামের মহত্ত্ব
    • রফিকুল হাসান = সুন্দেরের উচ্চ
    • রশিদ আমের = সঠিক পথে পরিচালিত শাশক
    • রশীদ = সঠিক পথে পরিচালিত
    • রহমত = রহমত
    • রহস্যাবলী = রহস্যাবলী
    • রাইয়্যান = জান্নাতের দরজা বিশেষ
    • রাইয়্যান = সন্তুষ্ট
    • রাইস = ভদ্রব্যক্তি
    • রাইহান = জান্নাতী ফুল
    • রাকিম = লেখক
    • রাকীন = শ্রদ্ধাশীল
    • রাকীব = অশ্বারোহী
    • রাগীব = আকাঙ্খীত
    • রাগীব আখইয়ার = আকাঙ্ক্ষীত চমৎকার মানুষ
    • রাগীব আখতার = আকাঙ্ক্ষিত তারা
    • রাগীব আখলাক = আকাঙ্গ্ক্ষীত চারিত্রিক গুনাবলি
    • রাগীব আনজুম = আকাঙ্ক্ষিত তারা
    • রাগীব আনসার = আকাঙ্গ্ক্ষিত ব্ন্ধু
    • রাগীব আনিস = আকাঙ্গ্ক্ষিত বন্ধু
    • রাগীব আবসার = আকাঙ্ক্ষিত দৃষ্টি
    • রাগীব আবিদ = আকাঙ্গ্ক্ষিত এবাদতকারী
    • রাগীব আমের = আকাঙ্গ্ক্ষিত শাসক
    • রাগীব আশহাব = আকাঙ্গ্ক্ষিত বীর
    • রাগীব আসেব = আকাঙ্গ্ক্ষি যোগ্য ব্যক্তি
    • রাগীব ইয়াসার = আকাঙ্ক্ষিত সম্পদ
    • রাগীব ইশরাক = আকাঙ্ক্ষিত সকাল
    • রাগীব নাদিম = আকাঙ্ক্ষিত সংগী
    • রাগীব নাদের = আকাঙ্ক্ষিত প্রিয়
    • রাগীব নিহাল = আকাঙ্ক্ষিত চারা গাছ
    • রাগীব নূর = আকাঙ্ক্ষিত আলো
    • রাগীব বরকত = আকাঙ্গ্ক্ষিত সৌভাগ্য
    • রাগীব মাহতাব = আকাঙ্ক্ষিত চাঁদ
    • রাগীব মুবাররাত = আকাঙ্ক্ষিত ধার্মিক
    • রাগীব মুহিব = আকাঙ্ক্ষিত প্রেমিক
    • রাগীব মোহসেন = আকাঙ্ক্ষিত উপকারী
    • রাগীব রওনক = আকাঙ্ক্ষিত সৌন্দর্য
    • রাগীব রহমত = আকাঙ্ক্ষিত দয়া
    • রাগীব শাকিল = আকাঙ্ক্ষিত সুপরুষ
    • রাগীব সাহরিয়ার = আকাঙ্ক্ষিত রাজা
    • রাগীব হাসিন = আকাঙ্গ্ক্ষিত সুন্দর
    • রাজ্জাক-রিজিক দাতা
    • রাদ = বজ
    • রাদশাহামাত = বজ্র সাহসিকতা
    • রাফাত = অনুগ্রহ
    • রাফাত = দয়া
    • রাফি = উঁচু
    • রাফীদ = প্রতিনিধি
    • রাব্বানী = স্বর্গীয়
    • রাব্বানী রাশহা = স্বর্গীয় ফলের রস
    • রাযীন = গাম্ভীর্যশীল
    • রায়হান = সুগন্ধীফুল
    • রায়হানুদ্দীন = দ্বীনের বিজয়ী
    • রাশহা = ফলেররস
    • রাশাদ = যথার্থতা
    • রাশিদ আনজুম = সঠিক পথে পরিচালিত তারা
    • রাশিদ আবিদ = সঠিক পথে পরিচালিত ইবাদতকারী

    'ল' দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ । ছেলেদের ইসলামিক নাম অর্থসহ PDF 

    • লতিফ = মেহেরবান
    • লতীফ = পবিত্র
    • লাবিব = বুদ্ধিমান
    • লাবীব = বুদ্ধিমান
    • লাযীম = অপরিহার্য
    • লায়েস = সিংহ
    • লিবান = সফল
    • লিয়াকত = মেধা যোগ্যতা
    • লোকমান = জঞানী
    • লোকমান = জ্ঞানী

    'হ' দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ । ছেলেদের ইসলামিক নাম অর্থসহ PDF 

    • হাজিক = বুদ্ধিমান
    • হাদীদ = লোহা
    • হানিফ = ধার্মিক
    • হান্নান = অতিদয়ালু
    • হাফিজ = রক্ষাকারী
    • হাফিজ = হিফাজতকারী
    • হাবিব = পছন্দনীয়
    • হাবীব = বন্ধু
    • হামদান = প্রশংসাকারী
    • হামদান = প্রশংসাকারী
    • হামিদ = প্রশংসাকারী
    • হামিদ = মহা প্রশংসা ভাজন
    • হামী = রক্ষাকারী
    • হামীম = বন্ধু
    • হাম্মাদ = অধিক প্রশংসাকারী
    • হায়াত = জীবন
    • হারিস = বন্ধু
    • হালিম = ভদ্র
    • হালীম = ভদ্রনম্র
    • হাসনাত = গুণাবলি
    • হাসান = উত্তম
    • হাসিন = সুন্দর
    • হিশাম = বদান্যতা
    • হুসাম = তলোয়ার
    • হুসাম = ধারালোত রবারি



    'শ' দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ । ছেলেদের ইসলামিক নাম অর্থসহ PDF 

    • শফিক = দয়ালু
    • শফিক = দয়ালূ
    • শাকিব = উজ্জ্বল দ্বীপ্ত
    • শাকিল = সুপুরুষ
    • শাকীল = সুপুরুষ
    • শাকের = কৃতজ্ঞ
    • শাদমান = আনন্দিত
    • শাদমান = হাসিখুশী
    • শাদাত = সৌভাগ্য
    • শাদাব = সবুজ
    • শাফকাত = দয়া
    • শাবাব = জীবনের শ্রেষ্ঠ সময়
    • শামিম = সুঘ্রাণ
    • শামীম = চরিত্রবান সুন্দর
    • শারার = ঝলক
    • শাহরিয়ার = রাজা
    • শাহাদ = মধু
    • শাহামাত = সাহসিকতা
    • শিতাব = দ্রুত
    • শিহাব = উজ্জ্বল তারকা

    'ন' দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ । ছেলেদের ইসলামিক নাম অর্থসহ PDF 

    • নাইম = আরাম
    • নাঈম = স্বাচ্ছন্দ্য
    • নাকিব = নেতা
    • নাকীব = নেতা
    • নাজিব = বুদ্ধিমান
    • নাজীব = ভদ্র
    • নাদিম = সঙ্গী
    • নাদিমবন্ধু = সহচর
    • নাদীম = অন্তরঙ্গ বন্ধু
    • নাফি = উপকারী
    • নাফিস = উত্তম
    • নাফীস = উত্তম
    • নাবহান = খ্যাতিমান
    • নাবিল = আদর্শলোক
    • নাবীল = শ্রেষ্ঠ
    • নাবীহ = ভদ্র
    • নাযীম = ব্যবস্থাপক
    • নায়ীব = প্রতিনিধি
    • নাসির = সাহায্য
    • নাসির = সাহায্যকারী
    • নাসীম = বিশুদ্ধ বাতাস
    • নাসীহ = উপদেশ দাতা
    • নাসের = সাহায্যকারী
    • নিয়াজ = প্রার্থনা
    • নিয়ায = প্রার্থনা
    • নিরাস = প্রদীপ
    • নিহান = সুন্দর
    • নিহাল = চারা গাছ
    • নিহাল = সফল
    • নুমান = আল্লাহর রহমত প্রাপ্ত
    • নূর = আলো
    • নূর = আলো
    • নেসার = উৎসর্গ

    'স' দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ । ছেলেদের ইসলামিক নাম অর্থসহ PDF 

    • সফওয়াত - গুণাবলী, খাটি, মহান
    • সফি উদ্দিন - চিরসুন্দর সত্যবাদী,  ইসলামের বিশুদ্ধ (এক)
    • সাকিব - বিশ্বাসী
    • সাদিক - বন্ধু
    • সাইফুদ্দীন - দ্বীনের সূর্য্য
    • সাইফু - ভাগ্যবান
    • সামি - শ্রোতা, শ্রবণকারী
    • সাকিল - পরিষ্কার
    • সায়েম - রোজাদার
    • সাবিত - শান্ত, নিরব
    • সালাম - নিরাপত্তা, শান্তি 
    • সামীম - চরিত্রবান
    • সুজন - জ্ঞানী, বিচক্ষণ
    • সুমন - উত্তম মনের অধিকারী
    • সাইফুন - তলোয়ার
    • সিরাজ - প্রদীপ
    • সাজ্জাত - অধিক সেজদাকারী
    • সরোয়ার - প্রধান / নেতা
    • সানী - মর্যাদাবান
    • সুহাইম - সাহাবীর নাম
    • সফিকুল - পৃথিবীর রাজা
    • সাহাদাত - সচেতন
    • সাফওয়ান - মূল্যবান পাথর
    • সবুজ - শ্যামল
    • সরিফ - নির্দোষ
    • সৌরভ - সুগন্ধ / সুবাস
    • সুফিয়ান - রাসূলের সাহাবী, দ্রুত চলমান
    • সাজিদ - সেজদাকারী
    • সেকেন্দার - সম্রাট
    • সুলায়মান - নিখুঁত, নিরাপদ
    • সাদমান - অনুতপ্ত
    • সোহাগ - স্নেহ, আদর
    • সালাউদ্দীন - দ্বীনের ভদ্র
    • সওয়াবুল্লাহ - আল্লাহর প্রতিদান
    • সাব্বির - স্থায়ী
    • সেলিম - সুস্থ, নিরাপদ
    • সুবহান - গুনগান / প্রশংসা
    • সাদিকুল - যথার্থ প্রিয়
    • সহিদুল - সুন্দর
    • সামছুদ্দীন - দ্বীনের উচ্চতর
    • সলীমুদ্দীন - দ্বীনের সাহায্য
    • সাইফুল ইসলাম - ইসলামের তরবারি
    • সিরাজুল হক - সত্যের প্রদীপ
    • সাউদ - সৌভাগ্যবা
    • সরিফুল - ভাল
    • সাবিক - অগ্রগামীসুআদি - এক প্রকার সুগন্ধি বৃক্ষ
    • সাখাওয়াত - দানশীল
    • সাজিদুর রহমান - আল্লাহকে সেজদাকারী
    • সাদ্দাম হুসাইন - সুন্দর বন্ধু
    • সানাউল্লাহ - আল্লাহর গৌরব
    • সাবুর - অত্যন্ত ধৈর্যশীল
    • সানাউল - আল্লাহর প্রশংসা
    • সাহরান - সজাগ
    • সিরহান - সিংহ
    • সুআদি - এক ধরনের বৃক্ষ
    • সিবগা - রং
    • সানী - উন্নত, মর্যাদাবান
    • সালেম - সুস্থ
    • সুহায়েম - ছোট অংশ, বর্ষা
    • সাদাতুল্লাহ - আল্লাহর প্রশান্তি 
    • সিরাজুল ইসলাম - ইসলামের বিশিষ্ট ব্যক্তি
    • সুলতান আহমদ - প্রশংসিত সাহায্য কারী
    • সাবীল - শ্রেষ্ঠত্ব, প্রাধান্য
    • সিনদীদ - প্রবাহমান
    • সিরাজুম মুনীর - উজ্জ্বল প্রদীপ
    • সাত্তার -  (দোষ) গোপনকারী
    • সাদ - অভিনন্দন
    • সাযেম - সঠিক
    • সাদিকু - সত্যবাদী
    • সখন - আজ্ঞাবহ
    • সাদূন - সৌভাগ্যবান
    • সদন - ভাগ্যবান, সুখী
    • সাদিল - অতুলনীয়
    • সাইয়েদ - নেতা কর্তা
    • সাইয়িদ - নক্ষ
    • সনম - প্রিয়জন
    • সাইরুল -  বিশ্বাস, প্রজ্ঞা
    • সাগর - সাগর, মহাসাগর
    • সাজু - ভ্রমণ,চলাচল
    • সাকিন - শান্ত
    • সালমান - শান্তি, নিরাপত্তা
    • সফওয়াত = খাঁটি/মহান
    • সফিকুলহক = প্রকৃত গোলাম
    • সলীমুদ্দীন = দ্বীনের সাহায্য
    • সাইফুদ্দীন = দ্বীনের সূর্য্য
    • সাইফুল ইসলাম = ইসলামের প্রিয়
    • সাইফুল হক = প্রকৃত তরবারী
    • সাইফুল হাসান = সুন্দর কল্যাণ
    • সাইয়্যেদ = সরদার
    • সাকিব সালিম = দীপ্ত স্বাস্থ্যবান
    • সাকীফ = সুসভ্য
    • সাকীব = উজ্জল
    • সাকীব = উজ্জ্বল দীপ্ত
    • সাখাওয়াত হুসাইন = সুন্দর আলো বিচ্ছুরক
    • সাজেদর রহমান = দয়াময়ের সামনে মস্তক অবনমিতকারী
    • সাদিক = থসত্যবান
    • সাদিক = সত্যবান
    • সাদিকুল হক = যথার্থ প্রিয়
    • সাদেকুর রহমান = দয়াময়ের সত্যবাদী
    • সাদ্দাম হুসাইন = সুন্দরবন্ধু
    • সাফওয়ান = স্বচ্ছশিলা
    • সাবাহ = সকাল
    • সাবেত = অবিচল
    • সাব্বীর আহমেদ = প্রশংসিত সাহায্যকারী
    • সামছুদ্দীন = দ্বীনের উচ্চতর
    • সামিন = মূল্যবান
    • সামিন ইয়াসার = মুল্যবান সম্পদ
    • সামিহ = ক্ষমাকারী
    • সামীম = চরিত্রবান
    • সালা উদ্দীন = দ্বীনের ভদ্র
    • সালাম = নিরাপত্তা
    • সালাম = শান্তি
    • সালাম = শান্তি নিরাপত্তা
    • সালামাত = নিরাপদ শান্ত
    • সালাহ = সৎ
    • সালিক = সাধক
    • সালিম = নিখুঁত
    • সালিম শাদমান = স্বাস্থ্যবান আনন্দিত
    • সালেহ = চরিত্রবান
    • সিরাজ = প্রদীপ
    • সিরাজুল ইসলাম = ইসলামের বিশিষ্ট ব্যক্তি
    • সিরাজুল হক = প্রকৃত আলোক বর্তিকা
    • সুলতান আহমদ = প্রশংসিত সাহায্য কারী
    • সৈয়দ আহমদ = প্রশংসিত ভয় প্রদর্শক
    • সোহবাত = সঙ্গ
    Post Tags: ইসলামিক নাম ছেলেদের অর্থসহ, ছেলেদের ইসলামিক নাম অর্থসহ pdf, ছেলেদের ইসলামিক নামের তালিকা ছেলে বাবুর ইসলামিক নাম


    ছেলে বাবুর ইসলামিক নাম,অ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ,আ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ ই দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ, ঈ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ এ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ ক দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ,খ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ গ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ,ঘ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ,চ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ, ছ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহজ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ ট দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ,ঠ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ ড দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ, ঢ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ,ণ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ ত দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ, থ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ দ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ,ধ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ,ন দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ প দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ ফ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ ব দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ ভ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ, ম দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ য দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ র দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ,ল দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ শ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ ষ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ স দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ, হ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ,

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url