সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে দুই বন্ধুর কথোপকথন/সংলাপ রচনা কর

সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে দুই বন্ধুর কথোপকথন/সংলাপ রচনা কর 


সুমন : শুভ সকাল ।

মাসুদ : শুভ সকাল ।

সুমন : তারপর কেমন আছিস? গতকাল দেখলাম না যে?

মাসুদ : ভালো আছি। গতকাল বইমেলায় গিয়েছিলাম। শওকত ওসমানের রচনাসমগ্র' বইটা সংগ্রহ করলাম । 

সুমন : খুব ভালো বই। আমি পড়েছি, এর মধ্যে একটি উপন্যাস আমার ভীষণ ভালো লেগেছে।

মাসুদ : কোনটি বল তো? তাহলে সেটিই আগে পড়ব।

সুমন : সেটা হলো 'ক্রীতদাসের হাসি'। বাস্তবিকই খুব ভালো লেগেছে !

মাসুদ: তাহলে আমি 'ক্রীতদাসের হাসি'ই প্রথমে পড়ব। বইটি সম্পর্কে কিছু বল তো।

সুমন : 'ক্রীতদাসের হাসি' উপন্যাসে লেখক রূপকের আড়ালে চমৎকারভাবে তৎকালীন স্বৈরাচারী শাসকের মুখোশ উন্মোচন করেছেন।

মাসুদ : একটু বুঝিয়ে বলবি?

সুমন: শোন, তৎকালীন পাকিস্তানের শাসক আইয়ুব খান ছিলেন স্বৈরাচারী। বিশেষ করে বাঙালিদের ওপর তিনি নানাভাবে অত্যাচার, অবিচার ও শোষণ চালাতেন। দেশের মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে পারত না। যার জন্য ঔপন্যাসিক প্রতীকের আশ্রয় নিয়ে রূপকের আড়ালে 'ক্রীতদাসের হাসি' উপন্যাসের মাধ্যমে তা তুলে ধরেছেন ।

মাসুদ : এই উপন্যাসের চরিত্র সম্পর্কে কিছু বল ।

সুমন : এ উপন্যাসের প্রধান চরিত্র বাগদাদের খলিফা হারুনর রশীদ, যে কিনা স্বৈরশাসক আইয়ুব খানের প্রতিনিধি। নায়ক চরিত্র হলো হাবসী গোলাম তাতারী এবং নায়িকা মেহেরজান। যদিও মেহেরজানের উপস্থিতি উপন্যাসের অতি অল্প স্থান জুড়ে রয়েছে। এ উপন্যাসে তাতারী হলেন অত্যাচারিত ও শোষিত জনগণের প্রতিনিধি ।

মাসুদ : অন্য চরিত্রগুলো কেমন?

সুমন : অন্যান্য চরিত্রের মধ্যে কবি নওয়াস, জল্লাদ মশরুফ, কবি ইসহাক উজ্জ্বল চরিত্র। তুই পড়লেই বুঝতে পারবি।

মাসুদ : ধন্যবাদ বন্ধু । আমি অবশ্যই পড়ব।

সুমন : তোকেও ধন্যবাদ। ভালো থাকিস।