৬০+ বিলাসী গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর 2023

হ্যালো বন্ধুরা! আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো । আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো বিলাসী গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে । তোমরা যদি আজকের এই পড়াটি ভালোভাবে বুঝে নিতে চাও তাহলে অবশ্যই সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়বেন । 

তোমরা অনেকেই গুগলে খুঁজাখুঁজি করে থাকো বিলাসী গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর লিখে কিন্তু অনেকেই অনেক প্রশ্নের সঠিক উত্তর খুজে পাওনা তাই আজ আমি তোমাদের সাথে সাথে শেয়ার করবো আজকের এই পোস্টটি । চলো শুরু করা যাকঃ- 

বিলাসী গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর


বিলাসী গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন?

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চব্বিশ বছর বয়সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন।

প্রশ্ন-৩. জীবিকার তাগিদে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায়

গিয়েছিলেন?

উত্তর: জীবিকার তাগিদে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বার্মায় গিয়েছিলেন।

প্রশ্ন-৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্ধু কি ছিলেন?

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্ধু জমিদার ছিলেন।

প্রশ্ন-৫. শরৎচন্দ্র চট্টোপধ্যায় এর মুদ্রিত প্রথম গল্পের নাম কী?

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর মুদ্রিত প্রথম গল্পের নাম 'মন্দির'।

প্রশ্ন-৬. মন্দির গল্পটি কোন পুরস্কারে ভূষিত হয়?

উত্তর: মন্দির গল্পটি 'কুন্তলীন' পুরস্কারে ভূষিত হয়।

প্রশ্ন-৭. 'দেনা-পাওনা' শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা? উত্তর: 'দেনা-পাওনা' শরৎচন্দ্রের একটি উপন্যাস।

প্রশ্ন-৮, 'শ্রীকান্ত' শরৎচন্দ্রের কোন ধরনের রচনা? উত্তর: 'শ্রীকান্ত' শরৎচন্দ্রের রচিত একটি উপন্যাস।

প্রশ্ন-৯. ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডিলিট ডিগ্রি প্রদান করে?

উত্তর: ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডিলিট ডিগ্রি প্রদান করে।

■ মূলপাঠ: বিলাসী গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর


প্রশ্ন-১০. লেখক কয় ক্রোশ পথ অতিক্রম করে বিদ্যা অর্জন করতে যেতেন?

উত্তর: লেখক দুই ক্রোশ পথ অতিক্রম করে বিদ্যা অর্জন করতে যেতেন।

প্রশ্ন-১১. কত ক্রোশ পথ হেঁটে স্কুলে যাতায়াত করতে হয়?

উত্তর: চার ক্রোশ পথ হেঁটে স্কুলে যাতায়াত করতে হয়।

প্রশ্ন-১২. হুমায়ুনের বাবার নাম জিজ্ঞেস করলে উত্তরে 'বিলাসী' গল্পের লেখক কী বলতেন?

উত্তর: হুমায়ুনের বাবার নাম জিজ্ঞেস করলে উত্তরে 'বিলাসী' গল্পের লেখক বলতেন- তোগলক খাঁ।

প্রশ্ন-১৩. মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ত?

উত্তর: মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়ত।

প্রশ্ন-১৪. কোন আদালতের হুকুমে খুড়া বাগানের দখল পেয়েছিলেন?

উত্তর: খুড়া বাগানের দখল পেয়েছিলেন উপরের আদালতের হুকুমে।

প্রশ্ন-১৫. 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয়ের 'ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটি বাগান।'- কিসের বাগান?

উত্তর: আম-কাঁঠালের বাগান।

প্রশ্ন-১৬. কে মৃত্যুঞ্জয়ের নামে নানাবিধ দুর্নাম রটাত? উত্তর: মৃত্যুঞ্জয়ের নামে নানাবিধ দুর্নাম রটাত তার খুড়া।

প্রশ্ন-১৭. কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে?

উত্তর: মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে মালো পাড়ার এক বুড়ো মালো।

প্রশ্ন-১৮. মৃত্যুঞ্জয়ের পোড়োবাড়িতে কীসের বালাই ছিল না? উত্তর: মৃত্যুঞ্জয়ের পোড়োবাড়িতে প্রাচীরের বালাই ছিল না।

প্রশ্ন-১৯. 'ফুলদানিতে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো'- কে? উত্তর: ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো বিলাসী।

প্রশ্ন-২০. মৃত্যুঞ্জয় কত মাস শয্যাগত ছিল?

উত্তর: মৃত্যুঞ্জয় প্রায় দেড় মাস শয্যাগত ছিল।

প্রশ্ন-২১. কতদিন মৃত্যুঞ্জয় অজ্ঞান-অচৈতন্য অবস্থায় পড়ে ছিল?

উত্তর: মৃত্যুঞ্জয় দশ-পনের দিন অজ্ঞান-অচৈতন্য অবস্থায় পড়ে ছিল।

প্রশ্ন-২২. মৃত্যুঞ্জয়ের বাগানটি কত বিঘার ছিল?

উত্তর: মৃত্যুঞ্জয়ের বাগানটি কুড়ি-পঁচিশ বিঘার ছিল।

প্রশ্ন-২৩. খুড়া কোন বংশের?

উত্তর: খুড়া মিত্তির বংশের।

প্রশ্ন-২৪. মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে?

উত্তর: মৃত্যুঞ্জয় মিত্তির বংশের ছেলে।

প্রশ্ন-২৫. মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ কী ছিল?

উত্তর: মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ ছিল বিলাসীর হাতে ভাত খাওয়া।

প্রশ্ন-২৬. মৃত্যুঞ্জয় কী পাপ করেছিল?

■ উত্তর: মৃত্যুঞ্জয় অন্নপাপ করেছিল।

প্রশ্ন-২৭. মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ কত বছর কাশীবাস করে ফিরে এসেছিলেন?

উত্তর: মুখোপাধ্যায় মহাশয়ের পুত্রবধূ দুই বছর কাশীবাস করে ফিরে এসেছিলেন।

প্রশ্ন-২৮. কতদিনের সন্ন্যাসীগিরি শেষে ন্যাড়া মৃত্যুঞ্জয়ের দেখা পেল?

উত্তর: বছরখানেক সন্ন্যাসীগিরি শেষে ন্যাড়া মৃত্যুঞ্জয়ের দেখা পেল।

প্রশ্ন-২৯. বিলাসী ও মৃত্যুঞ্জয়ের মুখের পানে চেয়ে ন্যাড়া কী বুঝতে পারল?

উত্তর: বিলাসী ও মৃত্যুঞ্জয়ের মুখের পানে চেয়ে ন্যাড়া বুঝতে পারে যে তারা সুখে আছে।

প্রশ্ন-৩০. গোখরা সাপ ধরে পোষার শখ ছিল কার? উত্তর: গোখরা সাপ ধরে পোষার শখ ছিল ন্যাড়ার।

প্রশ্ন-৩১. কেউটে কার বাহন?

উত্তর: কেউটে মনসার বাহন।

প্রশ্ন-৩২, 'বিলাসী' গল্পে কোন কোন দেবীর কথা উল্লেখ করা হয়েছে? উত্তর: 'বিলাসী' গল্পে সরস্বতী ও মনসা দেবীর কথা উল্লেখ করা হয়েছে।

প্রশ্ন-৩৩. মৃত্যুঞ্জয় ও বিলাসী কোথায় সাপ ধরতে গিয়েছিল?

উত্তর: মৃত্যুঞ্জয় ও বিলাসী এক গোয়ালার বাড়িতে সাপ ধরতে গিয়েছিল।

প্রশ্ন-৩৪, কখন বিলাসী মৃত্যুঞ্জয়কে নানা অজুহাতে বাধা দিত? উত্তর: সাপ ধরার বায়না এলে বিলাসী মৃত্যুঞ্জয়কে নানা অজুহাতে বাধা দিত।

প্রশ্ন-৩৫. গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয় কী জাতের সাপ ধরেছিল?

উত্তর: গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয় খরিশ গোখরা জাতের সাপ ধরেছিল। প্রশ্ন-৩৬. গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয় সাপ ধরে কার হাতে দিল?

উত্তর: গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয় সাপ ধরে ন্যাড়ার হাতে দিল।

প্রশ্ন-৩৭. 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয়কে সাপে কামড়ালে কোন মন্ত্র

আবৃত্তি করা হয়? উত্তর: 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয়কে সাপে কামড়ালে বিষহরির আজ্ঞ মন্ত্রটি আবৃত্তি করা হয়।

প্রশ্ন-৩৮. মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছিল কোন সাপের দংশনে? উত্তর: মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছিল খরিশ গোখরা সাপের দংশনে।

প্রশ্ন-৩৯. মৃত্যুগুয়ের মৃত্যুর পর বিলাসী কতদিন বেঁচে ছিল? উত্তর: মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী সাত দিন বেঁচে ছিল। প্রশ্ন-৪০. বিলাসী কী পান করে আত্মহত্যা করে? উত্তর: বিলাসী বিষপান করে আত্মহত্যা করে।

প্রশ্ন-৪১. মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলে খুড়া কত আনা বাগান দখল করে নেয়? উত্তর: মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলে খুড়া ষোল আনা বাগান দখল করে নেয়।

প্রশ্ন-৪২. কোন ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হলো?

উত্তর: বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হলো।

■ শব্দার্থ ও টীকা: বিলাসী গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর


প্রশ্ন-৪৩. হিন্দু পুরাণ অনুসারে বিদ্যা ও কলার দেবী কে?

উত্তর: হিন্দু পুরাণ অনুসারে বিদ্যা ও কলার দেবী সরস্বতী।

প্রশ্ন-৪৪. বীণাপাণি কিসের দেবী?

উত্তর: বীণাপাণি বিদ্যার দেবী।

প্রশ্ন-৪৫. 'কামস্কাকা' কোথায় অবস্থিত?

উত্তর: কামস্কাট্‌কা রাশিয়ার অন্তর্গত সাইবেরিয়ার উত্তর-পূর্বে অবস্থিত।

প্রশ্ন-৪৬. 'সাইবেরিয়া' অঞ্চলটি কোন দেশের অন্তর্ভুক্ত?

উত্তর: 'সাইবেরিয়া' অঞ্চলটি রাশিয়ার অন্তর্গত।

প্রশ্ন-৪৭. 'পঞ্চমুখ' শব্দটির অর্থ কী?

উত্তর: 'পঞ্চমুখ' শব্দটির অর্থ পাঁচ মুখে কথা বলে বেড়ায় যে। অর্থাৎ বাচাল প্রকৃতির লোক।

প্রশ্ন-৪৮. পৃথিবীর গভীরতম হ্রদের নাম কী?

উত্তর: পৃথিবীর গভীরতম হ্রদের নাম- 'বৈকাল'।

প্রশ্ন-৪৯. এডেন বন্দর কী তৈরির জন্য বিখ্যাত?

উত্তর: এডেন বন্দর সামুদ্রিক লবণ তৈরির জন্য বিখ্যাত।

প্রশ্ন-৫০. হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের শেষ যুগের নাম কী?

উত্তর: হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের শেষ যুগের নাম- কলি।

প্রশ্ন-৫১. 'কামাখ্যা' কী?

উত্তর: 'কামাখ্যা' হচ্ছে হিন্দুদের একটি প্রাচীন তীর্থস্থান, যা

তান্ত্রিক সাধক ও উপসাধকদের তন্ত্রমন্ত্র সাধনার জন্য বিখ্যাত।

প্রশ্ন-৫২. 'নিকা' শব্দটির অর্থ কী?

উত্তর: 'নিকা' শব্দটির অর্থ বিয়ে।

প্রশ্ন-৫৩. বিষকন্ঠ মহেশ্বরের অন্য নাম কী?

উত্তর: বিষকন্ঠ মহেশ্বরের অন্য নাম মৃত্যুঞ্জয়।

প্রশ্ন-৫৪, পিন্ডি কী?

উত্তর: পিণ্ডি এক ধরনের ঢেলা, যা মৃতের শ্রাদ্ধ অনুষ্ঠানে ব্যবহৃত হয়।

প্রশ্ন-৫৫. শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃতের উদ্দেশে দেওয়া চালের গোলাকার ঢেলার নাম কী?

উত্তর: শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃতের উদ্দেশে দেওয়া চালের গোলাকার ঢেলার নাম পিন্ডি।

■ পাঠ-পরিচিতি: বিলাসী গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর


প্রশ্ন-৫৬. 'বিলাসী' গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর: 'বিলাসী' গল্পটি 'ভারতী' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।

প্রশ্ন-৫৭. 'বিলাসী' গল্পের বর্ণনাকারী কে?

উত্তর: 'বিলাসী' গল্পের বর্ণনাকারী ন্যাড়া।

প্রশ্ন-৫৮. 'বিলাসী' গল্পের ন্যাড়া কে?

প্রশ্ন-৫৯. 'বিলাসী' গল্পের কোন চরিত্রের মধ্যে শরৎচন্দ্রের ছেলেবেলার ছায়াপাত ঘটেছে?

উত্তর: 'বিলাসী' গল্পের ন্যাড়া গল্পকথক।

উত্তর: 'বিলাসী' গল্পের ন্যাড়া চরিত্রের মধ্যে শরৎচন্দ্রের ছেলেবেলার ছায়াপাত ঘটেছে।

আর্টিকেলের শেষ কথাঃ বিলাসী গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর 

আশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে তোমরা সকলেই বিলাসী গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর জানতে পেরেছো । তোমাদের এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভূলবেনা । এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url