সাম্প্রতিক প্রশ্ন ২০২১ । সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২০-২০২১

সাম্প্রতিক প্রশ্ন ২০২১ । সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২০-২০২১ বাংলাদেশ, আন্তর্জাতিক,সংস্থার সদস্য, করোনাভাইরাস, রিপোর্ট সমীক্ষা, পুরুস্কার সম্মাননা, ক্রীড়াঙ্গন ও সপ্তম টি-২০ বিশ্বকাপ ২০২১  বিষয়াবলী থেকে ৪৯টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হয়েছে। আপনারা যারা বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সাধারণ জ্ঞান গুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। ইনশাল্লাহ!


সাম্প্রতিক প্রশ্ন ২০২১ । সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২০-২০২১


আন্তর্জাতিক 

১। দক্ষিণ আফ্রিকার সর্বশেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে? 

উত্তরঃ ফ্রেডেরিক উইলিয়াম ডি ক্লার্ক । 

২। ২৮ অক্টোবর ২০২১ ফেইসবুক এর করপোরেট নাম কী করা হয়? 

উত্তরঃ Meta বা মেটা । 

৩। ২৫ অক্টোবর ২০২১ আফ্রিকার কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে? 

উত্তরঃ সুদান । 

৪। ১৫ নভেম্বর ২০২১ রাশিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে নিজেদের কোন স্যাটেলাইট ধ্বংশ করে? 

উত্তরঃ Kosmos-1408 । 

৫। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি ২০২১ সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচিত করে কোনটিকে?

উত্তরঃ Vax । 

৬। ৭ নভেম্বর ২০২১ প্রথম চীনা নারী হিসেবে মহাকাশে হাঁটেন কে?

উত্তরঃ ওয়াং ইয়াপিং । 

৭। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কবে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ৮৫ মিনিটের জন্য দেশটির ক্ষমতা পান? 

উত্তরঃ ১৯ নভেম্বর ২০২১ । 

৮। বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক জাহাজের মালিক কোন দেশ? 

উত্তরঃ নরওয়ে । 

৯। ২৫ অক্টোবর ২০২১ জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার-বিষয়ক বিশেষ দূত মনোনীত হন কে? 

উত্তরঃ নোলিন হাইজার ।  

বাংলাদেশ 

১০। মুজিববর্ষের সমাপ্তি ঘটবে কবে? 

উত্তরঃ ১৬ ডিসেম্বর ২০২১ । 

১১। বর্তমানে জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সদস্য কতজন? 

উত্তরঃ ২৪ । 

১২। বাংলাদেশে কোন মাদ্রাসায় মিসরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয় শাখা চালু হতে যাচ্ছে?  

উত্তরঃ রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা । 

১৩। ২৪ অক্টোবর ২০২১ উদ্ভোদন করা পায়রা সেতুর দৈর্ঘ কত? 

উত্তরঃ ১,৪৭০ মিটার । 

১৪। নিম্নের কোন উপান্যাসটির রচয়িতা হাসান আজিজুল হক?

উত্তরঃ আগুন পাখি, সাবিত্রী উপাখ্যান ও শামুক । 

১৫। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্নজীবনী’ সর্বশেষ কোন ভাষায় প্রকাশিত হয়?

উত্তরঃ গ্রিক ভাষায় । 

১৬। নতুন ভিত্তি বছর অনুযায়ী ২০২০-২০২১ অর্থবছরে মাথাপিছু আয় কত?

উত্তরঃ ২,৫৫৪ মা.ড. । 

১৭। বাংলাদেশ GDP নির্ণয়ে নতুন ভিত্তি বছর কোনটি?

উত্তরঃ ২০১৫-২০১৬ । 

করোনাভাইরাস 

১৮। WHO অনুমোদিত জরুরি ব্যবহারযোগ্য টিকা কতটি?

উত্তরঃ ৮টি । 

১৯। ৩ নভেম্বর ২০২১ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জরুরি ব্যবহারযোগ্য টিকা হিসেবে কোন টিকার অনুমোদন দেয়?

উত্তরঃ Covaxin । 

২০। Molnupiravir- এর প্রস্তুতকারক দেশ কোনটি?

উত্তরঃ যুক্ত্রাষ্ট্র । 

২১। করোনা চিকিৎসায় অনুমোদিত প্রথম অ্যান্টিভাইরাল ট্যাবলেটের নাম কী?

উত্তরঃ Molnupiravir । 

সংস্থার সদস্য 

২২। ১৯ অক্টোবর ২০২১ কোন দেশ EBRD’র ৭৩ তম সদস্যপদ লাভ করে?

উত্তরঃ আলজেরিয়া । 

২৩। ২৩ সেপ্টেম্বর ২০২১ কোন দেশ EBRD’র ৭২ তম সদস্যপদ লাভ করে? 

উত্তরঃ সংযুক্ত আরব আমিরাত । 

২৪। পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংকের (EBRD) বর্তমান সদস্য দেশ কতটি?

উত্তরঃ ৭৩টি । 

২৫। ২২ অক্টোবর ২০২১ কোন দেশ (IMO) এর ১৭৫ তম সদস্যপদ লাভ করে?

উত্তরঃ বতসোয়ানা । 

২৬। আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (IMO) বর্তমান সদস্য দেশ কতটি?

উত্তরঃ ১৭৫টি । 

পুরস্কার সম্মাননা 

২৭। ২০২১ সালে শাখারভ পুরস্কার লাভ করেন কে? 

উত্তরঃ অ্যালেক্সি নাভালনি । 

২৮। ২০২১ সালের অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করেন কোন বাংলাদেশি?

উত্তরঃ সজীব ওয়াজেদ জয় । 

২৯। ২০২১ সালের WITSA Eminent Persons Award লাভ করেন কে? 

উত্তরঃ শেখ হাসিনা । 

৩০। ২০২১ সালে যুক্তরাজ্যের সন পদক লাভ করেন কোন বাংলাদেশি?

উত্তরঃ মেরিনা তাবাসসুম । 

৩১। ২০২১ সালে প্রথম ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃজনশীল অর্থনীতি পুরস্কার লাভ করে কোন প্রতিষ্টান? 

উত্তরঃ MoTIV Creations Limited । 

রিপোর্ট সমীক্ষা 

৩২। প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কত?

উত্তরঃ সপ্তম । 

৩৩। প্রবাশী আয়ে শীর্ষ দেশ কোনটি?

উত্তরঃ ভারত । 

সম্মেলন 

৩৪। ২৮ তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP28 কোথায় অনুষ্টিত হবে? 

উত্তরঃ সংযুক্ত আরব আমিরাত । 

৩৫। ২৮ তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP28 কবে অনুষ্টিত হবে? 

উত্তরঃ ৬-১৭ নভেম্বর ২০২৩ । 

৩৬। ২৭তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP27 কবে অনুষ্টিত হবে? 

উত্তরঃ ৭-১৮ নভেম্বর ২০২২ 

৩৭। ২৭তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP27 কোথায় অনুষ্টিত হবে? 

উত্তরঃ । শারম আল শেখ, মিশর । 

৩৮। ১৭তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্টিত হবে? 

উত্তরঃ ৩০-৩১ অক্টোবর ২০২২ । 

৩৯। ১৭তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্টিত হবে? 

উত্তরঃ বালি, ইন্দোনেসিয়া । 

ক্রীডাঙ্গন 

৪০। দেশের ঘরোয়া ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান কে?

উত্তরঃ তারিকুজ্জামান মুনির । 

৪১। ২০২৪ সালে নবম টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্টিত হবে?

উত্তরঃ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র । 

৪২। ২০২৬ সালে দশম টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্টিত হবে?

উত্তরঃ ভারত ও শ্রীলঙ্কা । 

৪৩। ২০২৮ সালে একাদশ টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্টিত হবে?

উত্তরঃ অস্ট্রেলিয়া ও নিউজিলেন্ড । 

৪৪।  ২০৩০ সালে একাদশ টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্টিত হবে?

উত্তরঃ ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটলেন্ড । 

৪৫। ২০২৭ সালের ১৪তম ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্টিত হবে?

উত্তরঃ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া । 

৪৬। ২০৩১ সালে ১৫তম ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্টিত হবে?

উত্তরঃ বাংলাদেশ ও ভারত । 

সপ্তম টি-২০ বিশ্বকাপ ২০২১ 

৪৭। সপ্তম টি-২০ বিশ্বকাপ ২০২১ এ চ্যাম্পিয়ন কোন দেশ?

উত্তরঃ অস্ট্রেলিয়া । 

৪৮। সপ্তম টি-২০ বিশ্বকাপ ২০২১ এ ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন কে?

উত্তরঃ ডেভিট ওয়ার্নার । 

৪৯। টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটের অধিকারী কে?

উত্তরঃ সাকিব আল হাসান । 

 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url