ঘুম না আসলে যে দোয়া পড়তে হয়

bisanay-shuye-ghum-na-asle-je-dua-porte-hoy

বিছানায় শুয়ে ঘুম না আসলে এই দুআ পড়বে

لا إِلَهَ إِلا اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيزُ الْغَفَّارُ

বাংলা উচ্চারণঃ লা ইলা-হা ইল্লাল্লা-হুল ওয়াহিদুল কাহহার, রাব্বুস্ সামা-ওয়া-তি অল আরযি অমা বায়নাহুমাল আযীযুল গাফফা-র

বাংলা অর্থঃ আল্লাহ ব্যতীত কোন সত্য উপাস্য নেই যিনি একক, প্রবল প্রতাপান্বিত। আকাশমন্ডলী, পৃথিবী এবং উভয়ের মধ্যবর্তী সকল বস্তুর প্রতিপালক। যিনি পরাক্রমশলী, ক্ষমাশীল।

[আমালুল ইয়াওম নাসায়ী হাঃ ৮৬৪, ইবনে হিব্বান- ৫৫৩০]

أَخْبرنِي زَكَرِيَّا بن يحي قَالَ حَدثنَا عَليّ بن عبد الرَّحْمَن بن الْمُغيرَة قَالَ حَدثنَا يُوسُف بن عدي قَالَ حَدثنَا عثام بن عَليّ عَن هِشَام بن عُرْوَة عَن أَبِيه عَن عَائِشَة قَالَت كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا تضور من اللَّيْل قَالَ لَا إِلَه إِلَّا ‌الله ‌الْوَاحِد ‌القهار رب السَّمَوَات وَالْأَرْض وَمَا بَينهمَا الْعَزِيز الْغفا

আয়েশা রাঃ বলেন, নবীজী সাঃ রাত্রে বিছানায় শুয়ে ঘুম না আসার ফলে এপাশ-ওপাশ করলে এই দোয়া পড়তেনঃ

لا إِلَهَ إِلا اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيزُ الْغَفَّارُ

বাংলা অর্থঃ আল্লাহ ব্যতীত কোন সত্য উপাস্য নেই যিনি একক, প্রবল প্রতাপান্বিত। আকাশমন্ডলী, পৃথিবী এবং উভয়ের মধ্যবর্তী সকল বস্তুর প্রতিপালক। যিনি পরাক্রমশলী, ক্ষমাশীল। (আমালুল ইয়াওম নাসায়ী হাঃ ৮৬৪)

২-

- أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَيَّارٍ، قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ عَدِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَثَّامُ بْنُ عَلِيٍّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَضَوَّرَ مِنَ اللَّيْلِ، قَالَ: «لَا إِلَهَ إِلَّا ‌اللَّهُ ‌الْوَاحِدُ ‌الْقَهَّارُ، رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيزُ الْغَفَّارُ»

আয়েশা রাঃ বলেন, নবীজী সাঃ রাত্রে বিছানায় শুয়ে ঘুম না আসার ফলে এপাশ-ওপাশ করলে এই দোয়া পড়তেনঃ

لا إِلَهَ إِلا اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيزُ الْغَفَّارُ

বাংলা অর্থঃ আল্লাহ ব্যতীত কোন সত্য উপাস্য নেই যিনি একক, প্রবল প্রতাপান্বিত। আকাশমন্ডলী, পৃথিবী এবং উভয়ের মধ্যবর্তী সকল বস্তুর প্রতিপালক। যিনি পরাক্রমশলী, ক্ষমাশীল। (ইবনে হিব্বান- ৫৫৩০)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Follow Google News for Latest updates

Below Post Ad

Ads Area