তোমার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনের একটি দিনলিপি প্রস্তুত কর

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, Educationalblogbd.Com এ আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনের একটি দিনলিপি। আপনারা যদি এই দিনলিপিটি আপনাদের মনের মধ্যে গুছিয়ে নিতে চান তাহলে আজকের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনের একটি দিনলিপিটি আপনাদের জন্য । চলুন শুরু করা যাক আজকের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনের একটি দিনলিপিটি।  

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনের একটি দিনলিপি


২০ জুন, ২০২৩ 

রাত ১১ : ০০ মিনিট

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ


গত রাত থেকেই কেমন একটা অস্থিরতা অনুভব করছিলাম । জানি পরীক্ষার ফল আশানুরূপ হবে, তবু একটা চিন্তা ঘিরে রেখেছে কী হয় না হয়! আজ কিন্তু এমন চিন্তা বা অস্থিরতা নেই। ভালো ঘুম হওয়ার কারণে মনটা ফুরফুরে হয়ে আছে। যা হয় হবে— এমন একটা সাহসী ভাব এসে গেছে। গোসল করে নাশতা সেরে নিলাম। মা তাগিদ দিচ্ছেন, 'কী রে, স্কুলে যাবি না।' বাবা এসে মাথায় হাত বুলিয়ে বলছেন, 'চল, আমি তোর সঙ্গে যাই।' তাঁদেরকে আশা দিয়ে চলে এসেছি স্কুলে। বন্ধুরা অনেকেই এসেছে। চুটিয়ে আড্ডা দিচ্ছি। দু-একজনের মুখ ভার হয়ে আছে। তাদেরকে সান্ত্বনা দিচ্ছি। এমন সময় নোটিস বোর্ডে রেজাল্ট টানানো হলো । গণিত স্যার রোল নম্বর এবং ফল ঘোষণা করছেন। আমি জিপিএ-৫ পেয়েছি। হেডস্যার ও অন্য স্যারদের সালাম করে দোয়া চাইলাম । বাসায় আসতেই বাবা-মা আমাকে জড়িয়ে ধরে আদর করলেন। মিষ্টি বিতরণ করা হলো ঘরে ঘরে। আত্মীয়-স্বজনরা ফোনে খবর নিচ্ছেন আর দোয়া করছেন। বেশ রাত পর্যন্ত কেটে গেল এভাবেই। একসময় চোখ জুড়ে ঘুম এলো ।

সিলেট ।


উল্লেখিত আর্টিকেলের শেষ কথাঃ  তোমার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনের একটি দিনলিপি প্রস্তুত কর  ।