দিনলিপি: ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন সম্পর্কে দিনলিপি লেখ

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি মহান আল্লাহ তা'লার অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন । আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন সম্পর্কে দিনলিপি লেখ নিয়ে । আপনারা যদি এই পড়াটিকে মনের মধ্যে গুছিয়ে নিতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়তে থাকুন । 

ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন সম্পর্কে দিনলিপি লেখ


ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন সম্পর্কে দিনলিপি লেখ


২২ ডিসেম্বর, ২০২২

রাত ১০:০০ মিনিট

চিড়িয়াখানা পরিদর্শন

পূর্বপরিকল্পনা অনুসারে আজ আমি, নয়ন, অপূর্ব ঢাকা চিড়িয়াখানা (মিরপুর চিড়িয়াখানা) পরিদর্শনে গিয়েছিলাম। সকাল নয়টায় বাসা থেকে বের হয়ে আমরা মিরপুর জাতীয় স্টেডিয়ামের গেটে মিলিত হলাম। সেখান থেকে রিকশা করে চিড়িয়াখানা গেট। যথারীতি টিকেট করে ভিতরে ঢুকলাম। এখানে বহুবার এসেছি। সেসব আসার পেছনে আনন্দের বাইরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না । আজকে আসার মূল উদ্দেশ্য বিভিন্ন প্রাণীর নাম, বৈশিষ্ট্য এবং তাদের আহার ও পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করা। শুক্রবার বলেই কিনা জানি না, লোকজনের প্রচুর ভিড়। এত মানুষের ভিড়ের মধ্যে নোটবুকে প্রাণীর সম্পর্কে তথ্য সংগ্রহ করতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। এখানে বাঘ, সিংহ প্রভৃতি প্রাণীকে যথেষ্ট সতেজ মনে হয়নি, কেমন যেন নেতিয়ে পড়েছে। প্রয়োজনীয় খাবার, পরিবেশ ও যত্নের অভাবেই হয়তো তা হয়েছে। হাতির অবস্থাও তাই। ময়ূর, জেব্রা, জিরাফ দেখে মুগ্ধ হলাম। দুর্গন্ধের জন্য কানেরর খাঁচার সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। অজগর সাপ, কুমির প্রভৃতির থাকার পরিবেশ আরও যথার্থ হওয়া দরকার। ঘুরে ঘুরে নানা রকম দেশি-বিদেশি জীবজন্তু দেখে দুপুরের খাবার খেলাম দুপুরের অনেক পরে । বিকেলে বাসায় ফিরে ক্লান্ত হয়ে পড়লাম। নয়ন ফোন করে জানাল সন্ধ্যায় আর বের হবে না। আমি অপূর্বকে খবরটা জানিয়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলাম ।

রাজারবাগ, ঢাকা ।

শেষ কথাঃ ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন সম্পর্কে দিনলিপি লেখ | 


আশা করি আজকের ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন সম্পর্কে দিনলিপি লেখ পোস্টটি তোমাদের উপকারে এসেছে । আমাদের এই ওয়েবসাইটে এই ধরনের পোস্ট করা হয় নিয়মিত । আপনি চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন । ধন্যবাদ