এসএসসি ২০২৩ পরিক্ষার ফলাফল এর তারিখ জানা গেল - অবশেষে ড. দিপু মণি জানালেন 😮

মাধ্যমিক পর্যায়ে চলতি বছর এর মধ্যে এসএসসি পরীক্ষার শেষ করা হয়েছে। এখন পরীক্ষার এসএসসি রেজাল্ট ২০২৩ প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে দিনরাত কাজ করে যাচ্ছে ।
ssc exam result 2023


১১ টি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ছাত্র-ছাত্রীরা এবার এর এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করে চলুন পরীক্ষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই।

পরীক্ষা শুরু হয়েছিল – ৩০ এপ্রিল

• পরীক্ষা শেষ হয়েছে – ২৮ মে

• পরীক্ষার্থীর সংখ্যা – ২০ লক্ষ ৭০,০০০

• পরীক্ষা কেন্দ্রের সংখ্যা – ৩৬০০ টি

• শিক্ষা বোর্ডের সংখ্যা ১১ টি

• রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ –

কবে ফলাফল প্রকাশ করা হবে জানতে চাওয়া হয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে ।

তারা জানায় ফলাফল প্রকাশ করার জন্য, তারা দিনরাত কাজ করছেন। এক্ষেত্রে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই

ফলাফল তারা প্রকাশ করে ফেলবে । এক্ষেত্রে শিক্ষকরা বর্তমানে তাদের খাতাগুলো দেখছে,

সেখানে দেখা শেষ করে নম্বর পাঠানো হবে বোর্ডের কাছে। পরবর্তীতে বোর্ড কর্তৃপক্ষ সে খাতার উপরে সফটওয়্যার অ্যান্টি করবে এবং নম্বরগুলোর মাধ্যমে মূল ফলাফল প্রস্তুত করবে ও ফলাফল প্রকাশ করবে।

ফলাফল প্রকাশের সময় কয়টি কার্যক্রম থাকবে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলে সারাংশ যাবে।

প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে ফলাফল প্রকাশ করবেন, তাই ফলাফল প্রস্তুত করে প্রধানমন্ত্রীর  সময় নির্ধারণের বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে। এক্ষেত্রে কবে ফলাফল প্রস্তুত হবে এবং ফলাফল প্রকাশের

জন্য প্রধানমন্ত্রীর কাছে কবে যাওয়া হবে জানতে চাইলে তারা বলেন, ফলাফল প্রকাশ করা হবে আগামী জুলাই মাসের শেষের দিকে। যদি প্রধানমন্ত্রী দেশে থাকেন তাহলে আমরা জুলাই মাসের শেষের দিকে, ফলাফল প্রকাশ করার সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে পরীক্ষার ফলাফল স্বাভাবিকভাবে আয়োজন করা যেতে পারে।

অন্যদিকে ফলাফল প্রকাশে পরবর্তীতে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা। এই ফলাফলগুলো দেখতে পারবে।

এক্ষেত্রে শিক্ষা বোর্ডের নির্ধারিত সেটিকে ফলাফল দেখার ব্যবস্থা রাখা হয়েছে, কিভাবে শিক্ষার্থীরা ফলাফল দেখবে তা আমি নিচে তুলে ধরছি।

এসএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়মঃ


• শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে – ওয়েবসাইট লিঙ্ক নিচে তুলে ধরা হলো

• পরীক্ষার সাল 2023 সিলেক্ট করতে হবে

• পরীক্ষা বোর্ডের নাম সঠিকভাবে সিলেক্ট করতে হবে

• শিক্ষার্থী রোল নাম্বার সামনে ফাঁকা করে বসাতে হবে

• শিক্ষার্থী রেজিস্ট্রেশন নাম্বার ফাঁকা করে বসাতে হবে

• ছবিতে উল্লেখিত চারটি সংখ্যা সামনের ফাঁকা করে বসাতে হবে

• সাবমিট বাটনে ক্লিক করলে শিক্ষার্থীর ফলাফল চলে আসবে


Chhoyful Alam

Assalamu Alaikum to All. Blogging is my dream, I have started blogging about education and technology in Bengali and English languages to fulfill that dream. Everyone will support me. I will try my best to publish high quality content In Sah Allah

Previous Post Next Post

نموذج الاتصال